সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভালো সুবিধা, মাত্র একটি Missed Call-এ বুক করুন রান্নার গ্যা’স, জানুন নম্বর

এবার থেকে আর এলপিজি গ্যাসের সংযোগ নেয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের অফিসের ঘুরতে হবে না আপনাকে। দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে যাতে এলপিজির সংযোগ পৌঁছে যায় তার জন্য এবার থেকে মিসড কল মারফত এইচডি সংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে একটি টুইট বার্তায় মাধ্যমে এই বিশেষ ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে যে টুইট বার্তা প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তি এলপিজি গ্যাসের সংযোগ নিতে চান তাহলে তাকে 8454955555 নম্বরে মিসডকল দিতে হবে। এরপর আবেদন করার সময় স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং আধার কার্ড জমা দিলেই বাড়িতে বসেই মিলবে গ্যাসের সংযোগ।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও নম্বর থেকে মিসকল দিলেই গ্যাসের সংযোগ পাওয়া যাবে। পরিবারের কারোর নামে যদি গ্যাসের সংযোগ দেওয়া থাকে তাহলেও একই ঠিকানাতে আরেকটি গ্যাসের সংযোগ নেওয়া যেতে পারে। তবে একই ঠিকানায় একাধিক গ্যাসের সংযোগ নিতে চাইলে গ্যাসের ডিস্ট্রিবিউটরের (LPG Distributor) অফিসে গিয়ে বর্তমানে যে গ্যাসের সংযোগটি আছে সেটি সংক্রান্ত নতুন নথিপত্র জমা দিতে হবে।

আইওসিএলের চেয়ারম্যান জানিয়েছেন দেশের যেকোনো প্রান্তের মানুষ এই পরিষেবা পাবেন।এছাড়াও যদি কোনো গ্রাহক ১৪.২ কেজির দ্বিতীয় গ্যাসের সংযোগটি নিতে না চাইলে তিনি ৫ কিলোগ্রামের সিলিন্ডার নিতে পারবেন। ভারত বিল পেমেন্টস সিস্টেম বা বিবিপিএসের মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করা যাবে। 7718955555 এই নম্বরে এসএমএস (SMS) বা আইআরভিএসের (IVS) মাধ্যমেও গ্যাস বুক করতে পারেন। এছাড়া অ্যামাজন অথবা পেটিএম থেকেও গ্যাস বুক করতে পারেন।