সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘুমের মধ্যেই ঘেমে উঠছেন? কি অসুখের ল’ক্ষ’ণ জেনে নিন

এই মুহূর্তে মানুষ যেন খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু কেন? বর্তমানে দেশে ফিরে এসেছে করোনার তৃতীয় ঢেউ। করোনার এই তৃতীয় ঢেউয়ের কারণে মানুষ একেবারে নাজেহাল। কোনোভাবেই যেন নিজেকে রক্ষা করা যাচ্ছে না।তাই এই সময় সুস্থ থাকাটা জরুরি, নিজের ও পরিবারের খেয়াল রাখাটা জরুরি।

ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, সেটা রাজ্য হোক কিংবা দেশ। দৈনিক এত পরিমান সংক্রমণ যা মানুষকে মনে করিয়ে দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের।করোনারি নতুন স্ট্রেইন ওমিক্রন, যা কিনা ডেল্টার থেকেও খুব দ্রুত ছড়ায়। আর সেই কারণেই এখন মানুষ ঝড়ের বেগে সংক্রামিত হচ্ছে। আর সব থেকে অবাক করা বিষয় এই স্ট্রেইনের উপসর্গ তেমন দেখা যায় না। তাই মানুষ অজান্তেই রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে নিজের থেকেই।

দফায় দফায় এই করোনার নতুন স্ট্রেইন যা কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞ দের। ভ্যাকসিন নেওয়ার পরেও যেনো কোনো কাজ হচ্ছে না সাধারণ মানুষের। তাই বর্তমান স্ট্রেইন নিয়েই বেশী চিন্তিত বিশেষজ্ঞদের দল। কারণ উপসর্গ হীন এই সংক্রমণ অজান্তেই ভেতর থেকে মানুষকে শেষ করে দিচ্ছে। তবে এক নতুন উপসর্গের কথা জানতে পেরেছে তারা, সম্প্রতি বিজ্ঞানীরা একটি উপসর্গ খুঁজে পেয়েছে । যদি ঘুমানোর সময় অনেকের ঘেমে যাওয়ার লক্ষণ থাকে, হঠাৎই ঘুমাতে গেলে ঘেমে যাচ্ছেন।

তাহলে চিন্তার বিষয়। জানা যাচ্ছে এটা নাকি ওমিক্রণের নতুন লক্ষণ। শুধু তাই নয়, সাথে আরও বিশেষ কোনো জটিল রোগের লক্ষণ এই ঘেমে যাওয়া ঘুমানোর সময়। ক্যান্সার থেকে শুরু করে আরো জটিল রোগের লক্ষণ । এমন হলে এড়িয়ে চলবেন না , সাথে সাথে কথা বলুন ডাক্তারদের সাথে। করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের লক্ষণ অনেকটাই অদ্ভুত। কারণ এতে নাকি স্বাদ গন্ধ চলে যায় না। ঘুমানোর সময় ঘেমে যায় মানুষ। এর সাথে গলা ব্যাথা, শরীর ব্যাথা, মাথা যন্ত্রণা করা, নাক দিয়ে জল পরা তো লেগেই আছে।