সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনেকটাই স’স্তা হতে চ’লে’ছে সোনা, বা’জে’টে ভা’লো কিছু ঘো’ষ’ণা করতে পারেন অর্থমন্ত্রী

সোনা জিনিসটাই এমন যে তার চাহিদা সব সময় থাকে। সোনার দাম বাড়া কমার উপর অনেক কিছুই নির্ভর করে। আর সম্প্রতি জানা যাচ্ছে, সোনা আমদানির ক্ষেত্রে আসন্ন বাজেটে বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার এবং শিল্প কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, কেন্দ্র সোনার আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা করেছে। কারণ উচ্চ হারে কর ধার্য হওয়ায় চোরাকারবারীদের তৎপরতা বেড়ে গিয়েছে।

তাই সোনার দাম একটু কমতে পারে। আর এটি অবশ্যই একটি দারুন খবর সকল মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকলের জন্যই। তার উপর বিশ্বের মধ্যে ২য় স্থানে রয়েছে ভারত সোনা আমদানিতে তাই এই সময়ে সোনা আমদানির ওপর থেকে যদি করের হার কমানো হয়, তাহলে হলুদ ধাতুর খুচরো ধাতুর বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।

কারণ সোনার আমদানি শুল্ক কমলে দামও কমবে হলুদ ধাতুর। এই পরিস্থিতি আশায় বুক বাঁধছেন সোনা কারবারিরা। পরবর্তী বিয়ের মরশুমে আম জনতাও স্বস্তি পেতে পারেন এতে। কারন ভারতের প্রায় সকল ঘরেই বিয়ে বাড়ি মানেই সোনা দেওয়ার চেষ্টা করেন মানুষে।

আরো খবর: দু’র্দা’ন্ত IPO বিনিয়োগের বাজারে, মা’ত্র ১০০ টা’কা’য় কিনতে পারবেন!

জানা যাচ্ছে সরকারের তরফ থেকে সোনা আমদানির ওপর শুল্কের হার ১২ শতাংশের নিচে নামাতে পারে। এর আগে গত জুলাই মাসে সোনা আমদানি শুল্কের হার ৭.৫ শতাংশের থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করেছিল সরকার। বর্তমানে সোনার উপর মোট শুল্ক হল ১৮.৪৫ শতাংশ।

এর মধ্যে ১২.৫ শতাংশ আমদানি শুল্ক এবং ২.৫ শতাংশ কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস ও অন্যান্য কর অন্তর্ভুক্ত রয়েছে। এখনও অব্দি সোনার যা দাম রয়েছে তা হলো মঙ্গলবার ২৪ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম দশ গ্রাম প্রতি ৫২,৭০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫২,৩৫০ টাকা।

অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ১০ গ্রাম প্রতি ৫৭,৪৯০ টাকা। আগের দিন ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,১১০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আইসিআইসিআই-এর রিপোর্ট অনুযায়ী, কমোডিটি মার্কেট ছাড়াও গ্রাহকদের মধ্যে সোনার গয়নার চাহিদা বৃদ্ধি পেতে পারে এবছর।

মুদ্রাস্ফীতির আশঙ্কায়, অনেকেই সোনা কিনে তা মজুত রাখার কথা চিন্তা করতে পারেন। এই পরিস্থিতিতে সোনার ওপর শুল্কের হার কমলে তাতে লাভবান হবেন সাধারণ মানুষ একথা বলাই যায়।