সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের প্রথম বেসরকারি ট্রেন ছু’ট’লো ট্র্যা’কে, দেখে নিন কেমন সেই ট্রেন

কোয়েম্বাটুর থেকে শিরডির মধ্যে চলতে শুরু করবে ভারতের প্রথম বেসরকারি ট্রেন। এই বেসরকারি ট্রেন পরিষেবাটির নাম হল “ভারত গৌরব” প্রকল্প। এই ট্রেন প্রথম চলতে শুরু ১৪ ই জুন মঙ্গলবার সন্ধ্যা ছটায় এবং শিরডিরে পৌঁছাবে ১৬ ই জুন বৃহস্পতিবার।

কোয়েম্বাটুর থেকে শিরডিতে পৌঁছানোর সময় মাঝখানে পড়বে তিরুপ্পুর, ইয়েলাহান, ইরোলাহান স্টপেজ গুলি। এই ট্রেনটি মন্ত্রালয়মে দাঁড়াবে ৫ ঘন্টা এখানে নেমে তীর্থযাত্রীরা মন্দির দর্শন করতে পারবেন।

ট্রেনটিতে থাকছে ফার্স্ট এসি কোচ একটি, টাওয়ার এসি কোচ তিনটি, স্লিপার ক্লাস কোচ পাঁচটি, টায়ার এসি কোচ আটটি,লাগেজ ব্রেক ভ্যান দুটি।

আরো পড়ুন: অসুস্থ পোষ্যর চিকিৎসার না’মে ডে’কে পশু চিকিৎসককে বলপূর্বক বি’য়ে দেওয়া হ’লো

যাত্রীদের কথা মাথায় রেখেই ট্রেনে কিছু পরিষেবা রাখা হয়েছে যেমন,

১ আপৎকালীন কোন পরিস্থিতির জন্য একজন চিকিৎসক সবসময় থাকবেন।

২, রেলওয়ে পুলিশ বাহিনীর সাথে বেসরকারি নিরাপত্তাব্যবস্থাও থাকবে।

৩. এই ট্রেনে এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান এবং ফায়ার এন্ড সেফটি অফিসার উপস্থিত থাকবেন।

৪. থাকবে হাউসকিপিং পরিষেবা যাতে ট্রেনের কামরা গুলি পরিষ্কার থাকতে পারে।

৫. রান্নার ক্ষেত্রে রাখা হয়েছে অভিজ্ঞ শেফ।

৬. এছাড়াও থাকবে রেলের রেডিও জকি, গল্প, আধ্যাত্মিক গল্প, এগুলি সমস্তকিছুই উন্নত মানের স্পিকার এর দ্বারা শোনা যাবে।

এই ট্রেনটি আইআরসিটিসি এর উদ্যোগে চলছে। আশা করা যাচ্ছে যে এই রকম একটি উদ্যোগ এরপরে আরো অনেক ট্যুর অপারেটর এর সঙ্গে যুক্ত হবেন। এক কথায় বলা যায় যে এই রকম একটি উদ্যোগের ফলে ভবিষ্যতে পর্যটন ব্যবস্থা আরও বেশি উন্নত হবে।