সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসুস্থ পোষ্যর চিকিৎসার না’মে ডে’কে পশু চিকিৎসককে বলপূর্বক বি’য়ে দেওয়া হ’লো

জোর করে বিয়ে দেওয়ার সংস্কৃতি বিহারে নতুন নয়। একাধিকবার সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজেও বিষয়টি উঠে এসেছে।  এমন ক্ষেত্রে প্রথমে পাত্র বা পাত্রীকে বেছে নেওয়া হয়। তাঁকে অপহরণ করে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়।

এমন বলপূর্বক বিয়ের ঘটনা একসময় প্রচুর ঘটত। পরে এর বিরুদ্ধে কড়া শাস্তির বিধান দেওয়া হয়। কিন্তু তারপরও বিহারের অবস্থার উন্নতি যে হয়নি তার প্রমাণ সাম্প্রতিক ঘটনা থেকে প্রমাণ মিলল।

এক পশু চিকিৎসককে অসুস্থ পোষ্যের চিকিৎসার বাহানায় ডেকে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল। জোর করে তাঁর বিয়ে দেওয়া হল। জবরদস্তির এই বিয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: সিকিমের রংপোতে বি’রা’ট ধসের কারণে জনজীবন বিপর্যস্ত, আ’ট’কে ব’হু পর্যটক

এএনআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে । প্রথমে পশু চিকিৎসককে ফোন করা হয়েছিল। তাঁকে জানানো হয়েছিল বাড়ির পোষ্যটি অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন।

পশু চিকিৎসক এমন ফোন পেয়ে দ্বিতীয়বার ভাবেননি। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন তিনি। এই সুযোগেই অপেক্ষাতেই ছিলেন তিন দুষ্কৃতি। পশু চিকিৎসককে অপহরণ করে নেয় তারা।

এরপর জোর করে বসিয়ে দেয় বিয়ে পিঁড়িতে। পশুচিকিৎসকের বাবা জোরজুলুমের কথা জানতে পেরে সোজা থানার দ্বারস্থ হন । তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।