সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকাকে পাত্তা না দি’য়ে বন্ধু রাশিয়াকে সাপোর্ট, অবস্থান স্প’ষ্ট করলো ভারত

সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত হল কোয়াড ফরেন মিনিস্টার্স মিটিং। এই বৈঠকে উপস্থিত ছিল ভারত। বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ভারত জানিয়ে দেয় আমেরিকার জন্য রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। উল্লেখ্য সীমান্তে চীন এখনো আগ্রাসন চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই তারা দখল করে নিয়েছে।

ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে চতুর বার্ষিকী জোটের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া এবং ভিয়েতনামের কিছু অংশের দিকে নজর দিয়েছে চীন। ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ এবং সামরিক স্থাপনা নির্মাণ করতে শুরু করে দিয়েছে তারা।

পূর্ব চীন সাগর নিয়ে জাপানের সঙ্গে চীনের বিরোধ লেগেই আছে। চিনা আগ্রাসন ঠেকাতে ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া কোয়াড গঠন করেছে। জাপানের বিদেশ মন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং মার্কিন বিদেশ মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন তারা। কোয়াড নেতারা বর্তমানে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আলোচনা চালাচ্ছেন।

আরো পড়ুন: খুবই ম’র্মা’ন্তি’ক! স্বামীকে হারিয়েছেন ১০ দিন হলো, সা’ম’লে ওঠার আগেই ৫ সন্তানের শ্রাদ্ধ মায়ের

ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখতে, এখানে নিরবচ্ছিন্নভাবে ভ্যাকসিন সরবরাহ করতে, মানবিক সহায়তার উদ্দেশ্যে এবং সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা চালাতে তৎপর রাষ্ট্রনেতারা। বৈঠকের পর যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে মুম্বাই এবং পাঠানকোট হামলার উল্লেখ ছিল। সব দেশকেই সন্ত্রাসবাদিদের নিরাপদ আশ্রয়ে সরানোর কথা বলা হয়েছে।