সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি সরলো, ব’ড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

দেশজুড়ে দ্রুতগতিতে করোনা টিকা দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় 150 কোটির উপরে করোনা টিকা প্রদান করা হয়েছে দেশবাসীকে। যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ টিকাকরণ সম্ভব হয়নি। বর্তমানে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত এক কোটি শিশুকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

এই মাস থেকেই স্বাস্থ্যকর্মী, ভলেন্টিয়ার্স, নার্স, ডাক্তার, সাফাই কর্মী ও পুলিশকর্মীদের করোনার তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। এই সময়কালে করোনার টিকা নিয়ে রাজনীতিও হয়েছে প্রচুর। করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকাকে কেন্দ্র করে বিতর্ক উঠেছিল চরমে।

বিরোধীরা সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি সরানোর দাবি তুলেছেন। এই নিয়ে মামলা গড়িয়েছিল আদালতে। কেরালার এক ব্যক্তি আদালতে মামলা করলে বিচারকরা মামলা খারিজ করে দেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে এক লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়।

তবে শেষমেষ করোনার টিকার সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরানো হচ্ছে। শনিবার দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মনিপুর এবং গোয়াতে আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে। সেইসঙ্গে এই পাঁচ রাজ্যের করোনা টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।