সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাগ’ডো’গ’রা বিমান’বন্দরে সাংবাদিক’দের মুখো’মুখি দার্জিলিং এর বি’জে’পি সাংসদ রাজু বিস্তা

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা

বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন ঘোষনা হয়ে গেছে। শিলিগুড়িতে যেভাবে বিকাশ হবার কথা সেভাবে বিকাশ হয়নি এইটা দুর্ভাগ্য।

দেশ বিশেষ করে নর্থইস্ট উত্তরবঙ্গের বিকাশ উত্তরবঙ্গকে আগে দেখতে চাই তাহলে শিলিগুড়ির আগে এগোতে অনেক দরকার। আর তাই আপনাদের মাধ্যমে বলতে চাই এইটা একটা সুযোগ আছে শিলিগুড়িরবাসি বিশেষ করে যুবদের আহবান করছি এই পুরনিগমের নির্বাচন তৃণমূল বা বিজেপির নয়। এই নির্বাচন শিলিগুড়ির জনতার।

কংগ্রেস-সিপিএম ও তৃণমূল শিলিগুড়িতে ফেল হয়েছে। আমার মনে হয় বিষয়টি পরিস্কার স্বপ্নের শিলিগুড়ি তৈরি করতে যারা এগিয়ে আসছে তাদের দরকার। স্মার্ট ও গ্রিন শহর গড়তে সবার দরকার। মিশনারি ট্রাস্ট প্রসঙ্গে বলেন মমতা বন্দোপাধ্যায়ের মিথ্যা বলেন। অপরদিকে বিনয় তামাংয়ের তৃণমূলে যোগদানকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে আজ পর্যন্ত তিনি যা করেছেন তা বলার প্রয়োজন নেই, তবে আগামী দিনের রাজনীতি যেন গোর্খা সমাজ ও জাতি নিয়ে কাজ করে। তবে রাজনৈতিক সমাধান নিয়ে দ্বিতীয় বৈঠক কিছু কারণে হয়নি, খুব তাড়াতাড়ি হবে।