সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে প্রতিদিন মহাকাশে পাড়ি দেওয়া যা’বে, ইতিমধ্যে ৮০০ জন কোটি টা’কা’র টিকিট কে’টে নিয়েছেন

বর্তমান যুগে মানুষ একটু নিজের কর্মক্ষেত্রে ছুটি পেলে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় একটু ঘোরার জন্য। গরমকাল হলে দার্জিলিং, সিকিম হিমাচল প্রভৃতি জায়গাগুলোতে মানুষের ভিড় জমে। তবে দেশ হোক কিংবা বিদেশ সমস্ত জায়গাতেই মানুষ কিন্তু আজকাল ঘোরার প্রবনতার রাখছে তবে যারা একটু অন্যরকমভাবে ভ্রমণ করতে চান তাদের কাছে কিন্তু এবার এসে গেছে নতুন একটি সুযোগ।

শুনলে হয়ত অদ্ভুত লাগতে পারে কিন্তু বাস্তবে সেটা ঘটতে চলেছে। এবার মন চাইলে ঘুরতে যেতে পারবেন মহাকাশে। পৃথিবী থেকে এবার প্রত্যেকদিন ৪০০ টি করে উড়ান পারি দেবে মহাকাশে। জানা গেছে যে ইতিমধ্যে এই খবরটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই ৮০০ জনেরও বেশি মানুষ এই উদ্দেশ্যে টিকিট কেটেছেন।

মহাকাশে কিভাবে ভ্রমণ করবেন সে ব্যাপারেও প্রশিক্ষণ চলছে ইতিমধ্যেই। মহাকাশের ভ্রমণ অত্যন্ত ব্যয়বহুল এবং সেটা সম্পন্ন করতে এবার এগিয়ে এসেছেন বিশ্বের ধনী ব্যক্তির সহজে যার মধ্যে রয়েছে রিচার্ড ব্র্যানসন কোম্পানি ভার্জিন গ্যালাকটিন, জেফ বেজোসের কম্পানি অরিজিন এবং ইলন মাস্কের কম্পানি’। ইতিমধ্যে চীনসহ একাধিক দেশ এইধরনের প্রকল্পের কাজ চলছে।

আরো পড়ুন: দেশজুড়ে কৃষকদের আয় বৃ’দ্ধি পেয়েছে! সমীক্ষায় দা’বি করলো SBI

২০২১ সালে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স করে মোট চারজনকে মহাকাশে ভ্রমণ করেছিলেন ব্যয়বহুল এ ট্রিপ এর খরচ মিলিয়েছিলেন আমেরিকার এক ব্যবসায়ী। মহাকাশেই ভ্রমণ করানোর উদ্দেশ্যে ভার্জিন গ্যালাটিক’ কোম্পানির কয়েকশো ফ্লাইট চালু করতে চলেছে ইতিমধ্যেই তার ফলে বহু পর্যটক এই সমস্ত ফ্লাইট এর মাধ্যমে ঘুরতে পারবেন এই ফ্লাইটে অনেকেই সিট বুকিং করেছেন ১.৫ থেকে ২ কোটি টাকার কাছাকাছি দিয়ে।

২০২৫ সালে প্রতিনিয়ত ৪০০ করে উড়ান চালানো যায় তারই প্রচেষ্টা চলছে কোম্পানির পক্ষ থেকে। অন্যদিকে ব্লু অরিজিন গত মাসে পাঁচটি ট্রিপ করিয়েছেন পর্যটকদের ভার্জিন গ্যালাটিক’ জানিয়েছে ইতিমধ্যে ভবিষ্যতে ভ্রমণের উদ্দেশ্য ৮০০ জন বুকিং করে ফেলেছেন। স্পেস এক্স আগামী দিনে কিভাবে চাঁদ এবং মঙ্গলেও ফ্লাইট পাঠানো যায় সেটারই পরিকল্পনা করছেন।