সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

KMC-তে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টা’কা’র প্রতারণা, ভু’য়ো ইন্টারভিউ হয়েছে পুরসভায় প্রধান কার্যালয়েই

পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, সময়ের সাথে সাথে এবার সেই বিষয়টি সামনে এলো। যা শুনে অনেকেই হতবাক। পুসভার প্রধান কার্যালয়ে বসেই ভুয়ো ইনটারভিউ, তাঁর সাথে মেইল পর্যন্ত পাঠানো হয়েছে পরীক্ষার্থীদের।

যা স্বাভাবিকভাবেই ভুয়ো, কিন্তু বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরসভার সচীব বিভাগ থেকে পাঠানো হয়েছে এই মেইল। এখানেই শেষ নয়, চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকাও।

যা গতকাল মঙ্গলবার বিষয়টি সামনে এসেছে। এক দুই টাকা নয়, একেবারে ৫ লক্ষ টাকা। পুরসভার চাকরি যেমন করেই হোক পাইয়ে দেওয়া হবে, সেই লোভ দেখিয়েই দফায় দফায় নেওয়া হয়েছে টাকা।

আরো পড়ুন: দু’র্নী’তি ফাঁ’স করে একসময় ৭ টি গু’লি খেয়েছিলেন, আজ তিনিই UPSC পা’শ করে হচ্ছেন IAS

এই আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার কর্মকান্ডের ওপরে। যে অভিযোগ করেছে তাঁর নাম অঞ্জন মন্ডল, বাড়ি উত্তর ২৪ পরগণার। তাঁর কাছ থেকে তিন দফায় মোট ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে।

টাকা নেওয়ার পর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করার জন্য পুরসভার কাউন্সিল রুমে বসিয়ে ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়েছে। পুরসভায় বসিয়ে যে ব্যাক্তি এই সমস্ত কাজ করেছে সে এখন বেপাত্তা। গতকাল মঙ্গলবার এই বিষয়টি সামনে এসেছে, অভিযোগকারী কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এসে হাজির হয়।

সেই অঞ্জন নামের ব্যাক্তি জানিয়েছেন, পুরসচিব বিভাগের পক্ষ থেকে মেইল পর্যন্ত পাঠানো হয়েছে। সেখানেই সমস্ত নথী পাঠানোর কথা বলা হয়। তাঁর আগে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেওয়া হয়।

কিন্তু কথা মতো এপোয়েন্টমেন্ট লেটার তাকে দেওয়া হয় না। যখন সে সময় পেরিয়ে গেলেও জয়নিং লেটার হাতে পায় নি, তখনই সে পুরসভায় এসে হাজির হয়। এই বিষয় নিয়ে পুর সচীবালয় এর পক্ষ থেকে জানানো হয় পুরোটাই এটা ধাপ্পাবাজি।

যে মেইল তাকে পাঠানো হয়েছে, সেটা কোনোভাবেই পুরসভার কোনো বিভাগের নয়। এখন আর উপায় না পেয়ে সেই ব্যাক্তি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন।