সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঘ মাসেই কি শীত উ’ধা’ও? কেমন থা’ক’বে আগামী কয়েকদিনের তাপমাত্রা?

ইতিমধ্যেই শোনা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন জেলা গুলোতে শীতের দাপট দারুণ ভাবে কমে গেছে, আর এই কারণেই মানুষ শীত উপভোগ করতে পারছে না কোনমতেই। আসলে শীতের দ্বীতীয় ইনিংস যে শেষ হয়ে গেল এটাই তার প্রমাণ। এখন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর সেই কারণেই জেলাগুলো থেকে উধাও হয়ে যাচ্ছে শীত।

তবে রাজ্য ছেড়ে এখনও পালায় নি শীত। আজ সোমবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ১৭ ডিগ্রীর আশেপাশের ঘুরে বেড়াচ্ছে। রবিবারের তুলনায় আজ সোমবারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিছুটা, আর এই কারণেই শীতের দাপট নেই তেমন একটা।

সকাল ও রাতের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা উধাও হয়ে যায়। গত কয়েকদিন থেকে রোদের দেখা মিলছে। মূলত এখন আকাশ অনেকটাই পরিষ্কার। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই ।

আরো খবর: বি’রা’ট গো’ল্ডে’ন কোবরা ধ’রা পড়লো সর্পপ্রে’মী’র হা’তে, নি’মি’ষে ভাইরাল ভিডিও

এদিকে আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবাতের কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের শীতের পথ আটকে যাচ্ছে।

রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছে না তেমন ভাবে। তবে উত্তর বঙ্গের তাপমাত্রা এখনও নিচেই রয়েছে, উত্তরের পাহাড়ের ঠান্ডা হাওয়া অনেক সময় হাড় কাপিয়ে দিচ্ছে।

এই তাপমাত্রা আগামীতে আরও কমবে কিনা সেটা এখনও জানা না গেলেও আগামীতে সময় বলবে। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের মানুষ স্বাভাবিক ভাবেই ঠান্ডা উপভোগ করছে বেশী।