সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ৭৩ বছর থে’কে বিনামূল্যে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁ’ছে দি’চ্ছে ভারতের একমাত্র ট্রেন!

ভারতীয় রেল ব্যবস্থা যেটি আমাদের দেশে যোগাযোগ এবং পরিবহনের ক্ষেত্রে এটি বিশেষ পরিষেবা। এই ট্রেনে করে আমরা খুব সহজেই এবং সময় কম নিয়ে কম খরচায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি।

কিন্তু কম করে হলেও বিনা টিকিটে যদি ট্রেনে ভ্রমণ করা হয় তবে সেটা আইনত অপরাধ বলেই মনে করা হবে। তবে ধরুন যদি আপনি কোন রকম খরচা না করেই ভ্রমণ করতে চান তাহলে কেমন হবে ব্যাপারটা?

চিন্তা করার কারণ নেই কারণ ট্রেনের টিকিট না কেটে যদি ট্রেনে আপনি চড়ে বসেন, তাহলে সেক্ষেত্রে টিকিট চেকার আপনাকে ধরবে না রকমই একটি বিশেষ ট্রেন রয়েছে।

যেখানে ভ্রমণ যদি আপনি করতে চান তাহলে করতে পারেন এবং বিনা টিকিটে করতে পারবেন এই ট্রেনটি চলে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে ভাকরা নাঙ্গাল ড্যাম দেখতে গেলে এই ট্রেনে করে আপনি বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। ।

৭৩ বছর ধরে এই ট্রেন চলছে এবং ২৫ টি গ্রামের মানুষজন এই ট্রেনে বিনামূল্যে প্রত্যেকদিন ভ্রমণ করে থাকেন। এই রেলপথটি তৈরি পাহাড় কেটে। আসলে ঘটনাটি হল এই ট্রেনটি চালানোর উদ্দেশ্য ভাকরা বাঁধ সম্পর্কে জনগণদের জানানো।

ট্রেনটিতে যারা যান তারা জানতে পারেন যে এই বাদ দিয়ে কিভাবে তৈরি করতে হয়েছিল। এই রেলপথটি ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের দ্বারা পরিচালিত হয়।

ট্রেনটি চালু করা হয়েছিল ১৯৪৯ সালে। এই ট্রেনে সবথেকে বেশি উপকৃত হয় পড়ুয়ারা। দিনে দু’বারের ট্রেন চলাচল করে। প্রত্যেকদিন এই ট্রেনটিতে ৫০ লিটার ডিজেল লাগে।