সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাড়া না বাড়ালে রা’স্তা’য় চ’ল’বে না বাস, হুঁশিয়ারি বাস মালিক সংগঠনগুলির

বর্তমান পরিস্থিতিতে বাস চালানোর বিষয়ে মোটামুটি একমত বাসমালিকদের বিভিন্ন সংগঠন।বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়ার পুনর্বিন্যাস না হলে আর বাস চালানো সম্ভব নয় বলে নিজেদের আর্থিক অবস্থার পর্যালোচনা করে জেলায় জেলায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা।

এমনকি জেলাশাসকদের চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে।বাসমালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা একবছর ধরে রাজ্য সরকারের সঙ্গে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু কোনও কাজ হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই খারাপ যে, আর পুরোনো ভাড়ায় বাস চালাতে পারব না। বিভিন্ন জেলায় আমাদের যে সংগঠন রয়েছে, তারাও একই কথা বলছে।

সম্প্রতি উত্তরবঙ্গ বাসমালিকদের সংগঠনের প্রণব মানি এবং আলিপুরদুয়ারের গোপাল চক্রবর্তী বলছেন, ‘যাত্রীদের কথা ভেবে এত দিন টানা হয়েছে। এবার আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। অক্ষমতার কথা প্রশাসনকে জানিয়েছি।’