সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৭৫ ব’ছ’রে এই প্রথম, স্বাধীনতা দিবসে দেশে তৈ’রি কা’মা’নে’র তোপধ্বনি

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে চলছে প্রস্তুতি।। এই বছর আজাদী কা অমৃত মহৎসব পালন করবে গোটা ভারতবর্ষ। সামরিক উৎপাদন ক্ষেত্র মেক ইন ইন্ডিয়া অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হল অ্যাডভান্সড টাউড আর্টিলারি গান সিস্টেম।

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার তৈরি ১৫৫ মিলিমিটারের এই হাউৎজার দেখা যাবে আজাদি কা অমৃত মহৎসবে। লালকেল্লায় স্বাধীনতা দিবস কর্মসূচিতে ভারতীয় সেনার গান স্যালুটেড দেশীয় প্রযুক্তিতে তৈরি কামান ব্যবহার করা হবে।

স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে প্রথমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কামান গান স্যালুট ব্যবহার করা হচ্ছে। এতদিন ব্রিটিশ আমলের কামান প্রথা মেনে লালকেল্লা তে ২১ বারের তোপধ্বনী হত।

আরো পড়ুন: বেজিংকে পা’ল্টা চা’প! চীন সীমান্তে সামরিক ম’হ’ড়া ভারত ও আমেরিকার

ভারতের প্রতিরক্ষা সচিব জানিয়েছেন ডিআরডিও পুনের একটি বিশেষ দল এই গান স্যালুট কর্মসূচি পালন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামান বিশ্বের অন্যতম সেরা কামান।

৪৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে এই কামান। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে আত্মনির্ভর করে তুলতে অদূর ভবিষ্যতে এই কামান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রাতের অন্ধকারে শত্রুপক্ষকে খুঁজে বের করতে পারে এই কামান। এরমধ্যে রয়েছে অক্সিলারি পাওয়ার মোড, স্বয়ংক্রিয় নির্দেশ এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা, ওয়ারলেস স্টেট অফ দ্য আর্থ কমিউনিকেশন সিস্টেম।