সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টানা ১২ দিন ধ’রে ভেড়ার পা’ল গো’ল ক’রে ঘুরেই চলেছে, কিন্তু কে’ন?

মনের অন্তরালে কি লুকিয়ে রয়েছে সেটা সত্যি বাইরে থেকে বোঝা মুশকিল। কোন প্রাণী হোক কিংবা পশু পাখি। কার মনে কি রয়েছে সেটা সত্যি বাইরে থেকে আন্দাজ করা যায় না, সাধারণত বিজ্ঞানের ভাষায় মন এমন একটি জটিল প্রক্রিয়া যেটার রহস্য উন্মোচন এখনো হয়নি। সম্প্রতি চীনে একটি এমন ঘটনা ঘটেছে এটা সত্যিই অবাক করার মতো।

মঙ্গোলীয়ারর এক খামারে ভেড়ার এক দল ক্লকওয়াইজ অনবরত গোলাকার ঘুরেই চলেছে টানা 12 দিন ধরে। এবার এই ঘটনাই বিশেষজ্ঞদের মনে চিন্তার ছাপ ফেলেছে। এই অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা নানান তথ্য দিচ্ছে দৈনিক, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে কেউ আসতে পারছে না। এমনটা হওয়ার কারণ কি সেটা উত্তর কারো কাছে নেই।

সম্প্রতি ইংল্যান্ডের গ্লুচেস্টারের হার্টপুরীর বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ও পরিচালক ম্যাট বেল এই মনস্তাত্ত্বিক ঘটনার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন হয়তো ভেড়ার পালের মনস্তাত্ত্বিক সমস্যার কারণেই এমন ঘটে চলেছে। ভেড়াগুলো অনেকদিন ধরে খামারে বন্দি থাকার কারণে তাদের মধ্যে একটি স্টিরিওটারপ আচরণ দেখা দিয়েছে।

আরো খবর: ঠিক ম’তো টেট পরিচালনা ক’রা’তে পুলিশ ও জেলাশাসককে গাইডলাইন প্রাথমিক শিক্ষা পর্ষদের

একটু সীমিত জায়গায় বন্ধ থাকার কারণে তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। প্রথমে হয়তো একটি ভেড়ার মধ্যে এই আচরণ লক্ষ্য করা গেছে, ধীরে ধীরে সেটা একটি দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নিখুঁত বৃত্তাকারে ঘুরে চলেছে ভেড়ার দল।

খাওয়া-দাওয়া সমস্ত কিছু বন্ধ করে তারা এই কাজ করে চলেছে। ভেড়ার মালিক বলেছে খামারে ৩৪ টি ভেড়ার পাল রয়েছে , কিন্তু তার মধ্যে এই পালটি এমন অবাক করা আচরণ করছে।