সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাল ফেলতেই উ’ঠে এ’লো লক্ষাধিক টা’কা’র মাছ, রাতারাতি ধনী হলেন মৎস্যজীবী

সমুদ্রের গভীরে লুকিয়ে আছে ভাগ্য বদলের চাবিকাঠি। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে সেন্টা মার্টিন দ্বীপে বিশালদেহী এক মাছ ধরে রাতারাতি ভাগ্য বদলে গেল এক জেলের।

মাছটি বিক্রি করে লক্ষাধিক টাকা পেয়েছেন তিনি। বাংলাদেশের ওই জেলে রাতারাতি মাছ বিক্রি করে লাখপতি হয়ে গিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকাতে।

শনিবার সকালে তার জালে ধরা পড়ে বিশাল বড় একটি মাছ। এই মাছটি ছিল একটি বোল মাছ। যার ওজন প্রায় 150 কেজি। মাছটি এক লক্ষ টাকার বেশি দামে বিক্রি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

আরো পড়ুন: Eden Gardens-এ এবার IPL-র জো’ড়া ম্যাচ, থা’ক’বে দর্শক, ব’ড়ো ঘোষণা সৌরভের

শনিবার সকালে রশিদ মাঝির জালে ওই মাছ ধরা পড়েছে। রশিদ খান জানিয়েছেন বাজারে নিয়ে যাওয়ার পর মাছের দাম চড়তে থাকে। শেষমেষ এক লক্ষ কুড়ি হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেছেন।

ওই মৎস্যজীবী এই মাছটিকে ঈদের উপহার হিসেবে দেখছেন। আল্লাহর ইচ্ছায় তার জালে দেড়শো কেজি ওজনের বোল মাছ ধরা পড়েছে। ঈদের খরচ হিসেবে আল্লাহ তাকে মাছ ধরার সৌভাগ্য দিয়েছেন বলে তিনি বলেন।

টেকনাফ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন সেন্ট মার্টিন দ্বীপে একটি জেলের জালে বড় মাছ ধরার খবর তার কাছে গিয়েছে।

মৎস্য শিকার বন্ধের নির্দেশিকা জারি করার পর সেই নির্দেশিকা মেনে চলার কারণে সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অনেক মাছ বড় হয়েছে। সম্প্রতি ওই এলাকাতে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে বলে তিনি জানিয়েছেন।