সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষক নি’য়ো’গ দু’র্নী’তি’তে পার্থর পা’শে দাঁ’ড়ি’য়ে কুণালকে বিঁ’ধ’লে’ন ফিরহাদ

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম শিক্ষক নিয়োগ বিতর্কে কুণাল ঘোষের বক্তব্যকে মান্যতা দিলেন না। পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দাবি করলেন, এত বড় দফতরে কোথায় কী হচ্ছে, তা মন্ত্রীর পক্ষে জানা সম্ভব নয়।

সেইসঙ্গে ফিরহাদ বলে দেন, কুণাল রাজ্য মন্ত্রিসভার সদস্য নন। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে কলকাতা পুরনিগমের মেয়র জানান, তৃণমূলের কোনও নেতা বা মন্ত্রী অন্যায় করেন না।

তবে নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটি নিয়ে তদন্তের রাস্তা খোলা আছে। কিন্তু তৃণমূলের কোনও নেতা অন্যায় করেন না।

আরো পড়ুন: বি’য়ে’র তারিখ ঘোষণা করলেন দেব ও রুক্মিণী

ফিরহাদ বলেন, শিক্ষক নিয়োগে বেনিয়ম হলে তাতে যতটা দায় পার্থের, ততটাই দায় তাঁর নিজের। তাঁরা যৌথ পরিবারের সদস্য। কারও একার উপর দোষ চাপিয়ে হাত ঝেড়ে দেন না।

একাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগের মধ্যে শুক্রবার কুণাল দাবি করেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার কোনওটাই নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্যের আমলে হয়নি। বরং ব্রাত্য যতদিন শিক্ষামন্ত্রী আছেন, ততদিন ৯৯ শতাংশ কাজই ঠিকভাবে হয়।

কখনও কোনও অভিযোগ উঠলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ করে থাকেন। শিক্ষকদের যখন বিক্ষোভ চলছিল, তখন মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী পদ ছা’ড়’তে হবে জেনে ভারতের ভূ’য়’সী প্রশংসা ইমরানের গ’লা’য়

মুখ্যমন্ত্রী কোনওরকম খামতি রাখেন না। তারপরও যদি কিছু থাকে, সেটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়। তা ব্যক্তিগতভাবে তাঁর জানা নেই। সেটা তাঁর জানার কথাও নয়।

কুণাল বলেন, এই ধরনের ঘটনা ব্রাত্য বসুর জমানায় হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি বুঝিয়ে বলতে পারবেন।