সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত শুকরের অ’ঙ্গ পুনরায় জী’বি’ত ক’রা গেলো! এবার মানুষের উপর হবে প্র’য়ো’গ

এযেনো অস্বাভাবিক এক ব্যাপার, মৃত প্রাণীকে বাঁচিয়ে তোলা এটাও কি সম্ভব? কিন্তু বাস্তবে এটা করে দেখিয়েছে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই পদ্ধতির নাম হল অর্গানএক্স। এই পদ্ধতিকে কাজে লাগিয়েই গবেষকরা এই অসাধ্য সাধন করেছে। মৃত শুকরের কিছু কলা ও অঙ্গ কে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে গবেষকরা, মৃত্যুর এক ঘন্টা পরেও।

এই নিয়ে গবেষকরা এর আগেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তারা জানিয়েছে প্রাণীর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই দেহের সমস্ত কলা ও অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায় না।

এবার সেই বিষয়টিকে কাজে লাগিয়েই গবেষণায় এগিয়ে যেতে চায় তারা। যখন শূকর টি জীবিত ছিল তখন কোষ রক্ষাকারী তরল প্রবেশ করানো হয়েছিল দেহে। আর তাতেই আসল চমক দেখা গিয়েছে।

আরো পড়ুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তোড়জোড় শু’রু করে দি’লো নির্বাচন কমিশন

বিজ্ঞানীরা লক্ষ্য করেছে শূকরের মৃত্যুর এক ঘন্টা পরেও কোষ নষ্ট হয়ে যাওয়া আটকানো গেছে এবং সেই কোষকে পুনর্জীবিত করা গেছে সাথে তার কার্যকারিতা ফিরিয়ে আনা গেছে আংশিকভাবে।

এই ধরনের গবেষণা কিন্তু নতুন নয় ২০১৯ সালেও এমন একটি গবেষণা করেছিলেন বিজ্ঞানীরা। সেখানে মৃত শুকরের মস্তিষ্কের কোষের আংশিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল বিজ্ঞানীরা।এই পদ্ধতির নাম দেওয়া হয়েছিল ব্রেন এক্স। এখন গবেষকদের আশা সূদুরপ্রসারী।