সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SIP-তে বিনিয়োগ করেছেন? এই বিষয়গুলো না জা’ন’লে ভু’ল করবেন আপনি

অনেকেই বর্তমান সময়ে বিনিয়োগের জন্য ইক্যুইটি বেছে নিচ্ছেন। এর কারণ হল, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার যেমন কম থাকে তেমনই রিটার্নের সময় একটি বড় অঙ্ক ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয়। তাই বর্তমান সময়ে অধিকাংশ জনই ইক্যুইটিতে বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

কিন্তু অনেককে এক্ষেত্রেও একটি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কারণ তাঁদের কাছে ইক্যুইটি বিষয়টি পরিষ্কার নয়। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। অনেক সময় এটাও দেখা গিয়েছে, অনেক ভেবে চিন্তে কেউ শেয়ার মার্কেটে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করার পরেও লোকসান হচ্ছে। আর তাই ইক্যুইটিতে যাঁরা প্রথম বিনিয়োগ করতে চাইছেন তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবথেকে সঠিক সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রেও রয়েছে বেশ কিছু ঝুঁকি।

কী কী ঝুঁকি রয়েছে জেনে নিন:-

১। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-র মাধ্যমে বিনিয়োগ করতে হলে প্রথমে বিনিয়োগকারীকে একটি পছন্দমতো মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে। এবং সেই মিউচুয়াল ফান্ডে নির্দিষ্ট সময় অন্তর নিজের সুবিধামতো বিনিয়োগ করতে হবে। SIP-র মাধ্যমে কমপক্ষে ৫০০ টাকা প্রতিবছর বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই। এছাড়াও SIP-তে প্রতি মাসে অথবা প্রতি তিন মাস অন্তর অথবা প্রতি ছয় মাস অন্তর টাকা জমা করার সুবিধা থাকে। বিনিয়োগের নেট অ্যাসেট ভ্যালু পরিবর্তনের সুযোগ পান ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা মনে করেন SIP বিনিয়োগ অত্যন্ত সুবিধাজনক এবং প্রয়োজনীয়। কিন্তু অনেক সময় বিনিয়োগকারীরা পুরো বিষয়টি না বুঝতে পেরে কিছু ভুল করে ফেলেন। যার কারণে তাঁদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।

২। এখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অত্যন্ত জনপ্রিয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য SIP-ই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাঁরা মূলত বাজারের ঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট সময় পর তুলনামূলক বেশি রিটার্ন নিতে চান তাঁদের ক্ষেত্রে SIP করা গুরুত্বপূর্ণ।

৩। অনেক বিনিয়োগকারী বাজারের অবস্থা দেখে SIP-র মাধ্যমে বিনিয়োগ করেন। বাজার যখন তুলনামূলকভাবে খারাপ থাকে তখন অনেক বিনিয়োগকারী SIP বন্ধ করে দেন। এবং বাজারের অবস্থা যখন ভালো থাকে তখন তাঁরা বিনিয়োগ করেন। এবিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, ইক্যুইটিতে একটি নীতি রয়েছে, যেটি হল- কম টাকায় কেনা ও বেশি টাকায় বেচা। এই নীতির কথা মাথায় রাখা উচিত।

৪। বাজার যখন তুলনামূলক খারাপ যায় তখন টাকা বিনিয়োগ করা দরকার। কারণ এতে বেশি পরিমাণে ইউনিট পাওয়া সম্ভব হয়। SIP শুরু করার পর কোনও সময় তা বন্ধ করা উচিত নয়। নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করা উচিত। বাজার খারাপ বা ভালো যাই হোক না কেন নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগ করলে লং টার্মের ক্ষেত্রে বিনিয়োগকারী অত্যন্ত ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আর এর পাশাপাশি বিনিয়োগ শুরু করার সময়েই সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া জরুরি।