সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভো’ট নিয়ে ব’ড়ো মন্তব্য মমতার! কাজ শে’ষ করার নি’র্দে’শ দিলেন মুখ্যমন্ত্রী

তাহলে কি পঞ্চায়েত ভোটের দিন খুব সামনেই? এই প্রশ্ন ওঠার কারণ একটাই, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। যাতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলে। কারণ পঞ্চায়েত ভোটের ঘোষণা হলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে।

তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতেই হবে। তাহলে এবার প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের সমস্ত পরিকল্পনা করে ফেলেছেন? আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে একটি কর্মী সম্মেলনে ও তার সাথে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন, উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে। তাছাড়া বিভিন্ন ধরনের অসুবিধা, ঝাড়গ্রাম জেলায় কি কি উদ্যোগ নেওয়া হয়েছে , আগামী দিনে কি কি পরিকল্পনা করা হবে সমস্ত কিছুই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে তিনি বলেছেন, কোনো কাজ ফেলে রাখবেন না। দ্রুততার সাথে সমস্ত কাজ করুন।

আরো পড়ুন: পরেশের মহা বি’প’দ, FIR ক’র’লো CBI, কোনো জামাই আদর ন’য় বললো কোর্ট

যত ধরনের টেন্ডার প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে কাজ শুরু করে দিন। কারণ মনে রাখবেন আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছে বর্ষাকাল। বর্ষাকালে এমনিতেই তিন মাস কাজ বন্ধ থাকবে। তারপরেই আবার পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ আমি ঘোষণা করে দেব তারপরে আর কাজ করার সময় পাবেন না। তাই খুব দ্রুততার সাথে কাজ করুন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মী সম্মেলন অনেকটাই তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই সমস্ত কাজ সেরে ফেলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তাহলে এই কথার মাধ্যমে তিনি ইঙ্গিত দিতে চাইছেন যে পঞ্চায়েত ভোট আর বেশি দেরি নেই। তবে সেই মঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমন করতে ছাড়েননি তিনি।

তবে দলের কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন, তিনি হুঁশিয়ার করেছেন যে সবার ওপর তার নজর রয়েছে। কোনভাবেই দলের কথার বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। মনে রাখতে হবে দল সবার ঊর্ধ্বে। আর মানুষ সকলের ঊর্ধে। এখানে আমি বড় অন্য একজন ছোট, এসব ভাবলে চলবে না, এখানে আমরা সবাই। আমি বলে কিছু নেই। মোটকথা পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগেই দলের ভুলত্রুটি ঠিকঠাক করে একেবারে সদলবলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়।