সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পটনা-দিল্লি স্পাইসজেটের বিমানে আ’গু’ন, ব্যা’প’ক আ’ত’ঙ্ক

পাটনা থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানে মাঝ আকাশে আগুন লেগে বিপত্তি ঘটল। বিমান ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই বিমানের ১৮৫ জন যাত্রী পাইলটের তৎপরতায় রক্ষা পেলেন। স্পাইস জেটের বিমানটি দিল্লি যাচ্ছিল। সেইসময় মাঝ আকাশে আগুন ধরে যায় বিমানে।

পাইলট তখনই চটজলদি অবতরনের সিদ্ধান্ত নেন। পাটনা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করানো হয়। পাটনা থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানটি দেড়শো জনের বেশি যাত্রীকে নিয়ে ওড়ার পরই বিপাকে পড়ে। মাঝ আকাশে বিমানে আগুন ধরে যায়।

স্পাইজ জেটের এসজি-৭১২ বিমানের ডানায় আগুন লাগে। তা বুঝতে পেরে পাইলট ও কেবিন স্ক্রু সঙ্গে সঙ্গে তা অবতরণের পরিকল্পনা করে। সঙ্গে সঙ্গে পাটনা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে জরুরি অবতরণ করান।

আরো পড়ুন: কেমন থাকবে আকাশের চে’হা’রা? বৃষ্টিপাত নিয়ে কি ব’ল’লো হাওয়া অফিস?

বিমান কর্তৃপক্ষের তরফে খবর, হতাহতের কোনও খবর নেই। বিমানটির ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য। পাটনায় জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে অবতরণ করার পর জানা যায় সবাই নিরাপদে রয়েছেন।


স্থানীয়রা প্রথম আগুন দখতে পান। তা জানানো হয় বিমানবন্দরে। তারপরই পাইলট ও কেবিন স্ক্রু-দের জানানো হয়। তাঁরাই চটজলদি অবতরণ করান বিমানটি।