সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র চতুর্থ ঢেউয়ের ম’ধ্যে নয়া আ’ত’ঙ্ক “হার্টল্যান্ড ভা’ই’রা’স”, কতোটা বি’প’জ্জ’ন’ক জেনে নিন

মারণ ভাইরাস করোনা এখনও পর্যন্ত পুরোপুরি বিদায় তো নিল না তারই মধ্যে এসে হাজির হয়েছে আরও এক নতুন ভাইরাস। করোনার কবলে জনজীবন বিপর্যস্ত।

গোটা বিশ্বজুড়ে একসময় মৃত্যুর ঝড় উঠেছিল। মাঝে অবস্থার খানিকটা উন্নতি হলেও আবারও গোটা বিশ্ব জুড়ে এই সপ্তাহে সংক্রমণ একলাফে ৮ শতাংশ বেড়ে গিয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতিতে আরও এক যে নতুন ভাইরাসের উৎপত্তি ঘটেছে তার নাম হার্টল্যান্ড ভাইরাস। তবে এবার নতুন নয়, এর আগে ২০০৯ সালে আমেরিকার মিসৌরিতে এর দেখা মিলেছিল। বর্তমানে জর্জিয়া সহ আরও বেশ কয়েকটি স্টেট থেকেই এই নতুন ভাইরাসের খবর পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গে গবেষকদের দাবি, এক দশক আগে এই ভাইরাস সংক্রমণের কারণে জর্জিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়। হার্টল্যান্ড ভাইরাস সাধারণত ‘লোনস্টার টিকস’ নামের ছারপোকা জাতীয় পোকাদের শরীরে আশ্রয় নেয়।

আরো পড়ুন: সামনেই ৩১ মার্চ, ৮০সি ধা’রা’য় ১.৫ লক্ষ টা’কা আয়কর বাঁ’চা’ন!

তারপর এটি যদি মানুষকে কামড়ায় তখন তা ছড়িয়ে পড়ে মানুষের দেহে। বয়স্কদের জন্য এই ভাইরাস অত্যন্ত বেশি মারাত্বক বলে মনে করা হচ্ছে। এবার গবেষকরা নতুন করে ভাইরাসটির ছড়িয়ে পড়ার ব্যাপারে জানতে পেরেছেন। তাই তাঁরা এই বিষয়ে বেশ চিন্তিত। যদিও বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষণ:

হার্টল্যান্ড ভাইরাসের সংক্রমণের লক্ষণগুলি হল জ্বর, ক্লান্তি, ক্ষুধা হ্রাস, মাথাব্যথা, ডায়েরিয়া এবং পেশি বা জয়েন্টে ব্যথা। এছাড়াও আক্রান্ত ব্যক্তির প্লেটলেট কমে যায়, এমনকি যকৃত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে কোনো প্রতিকার নেই। অর্থাৎ এখনও পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। আক্রান্ত হওয়ার ২ সপ্তাহের মধ্যেই সংক্রমণের লক্ষণগুলি দেখা দিতে পারে। তবে জ্বর ও ব্যথা কমানোর ক্ষেত্রে সাধারণ ওষুধগুলিই কার্যকর।

আরো পড়ুন: ক’রো’না’র চতুর্থ ঢেউ কি ভারতে আসবে? ফের কি হবে ল’ক’ডা’উ’ন? কি বলছেন বিশেষজ্ঞরা?

যদিও বিশেষজ্ঞদের দাবি, এই ভাইরাস অতটাও ক্ষতিগ্রস্ত নয়, অর্থাৎ মানুষকে সংক্রমিত করার খুব বেশি ক্ষমতা এদের নেই। কিন্তু একবার আক্রান্তের অবস্থা যদি গুরুতর পরিস্থিতিতে পৌঁছোয় তাহলে তা যথেষ্ট চিন্তার বিষয়। তাই বর্তমানে গবেষণার মাধ্যমে দেখা হচ্ছে কোন ধরনের পরিবেশে এই ভাইরাস দ্রুত ছড়ায় এবং কতজন মানুষ ইতিমধ্যে ওই ভাইরাসের সংস্পর্শে এসেছেন