সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ি দু’র্ঘ’ট’না’য় মৃ’ত্যু হলো বিখ্যাত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস-র

গত কয়েক মাস আগেই ক্রিকেট জগতে ঘটেছিল এক নক্ষত্র পতন , অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট তারকা শেন ওয়ার্নের মৃত্যু। তবে তার রেশ ঠিকমতো কাটতে না কাটতেই আবার দুঃসংবাদ শোনা গেল ক্রিকেট জগতে, একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডু সাইমন্ড।

ফের অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতের নক্ষত্র পতন যা সত্যি হতবম্ব করে দিয়েছে সকলকে।তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। সাইমন্ড অস্ট্রেলিয়ার একজন অলরাউন্ডার প্লেয়ার ছিলেন, মাত্র ৪৬ বছর বয়সে তিনি চলে গেলেন ও রেখে গেলেন তার স্ত্রী ও দুই সন্তানকে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বিস্তারিত, অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়ার গতকাল শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউনভিলের থেকে ৫০ কিমি দূরে হার্ভি রেঞ্জের কাছে এক বিশাল দুর্ঘটনার সম্মুখীন হয় সাইমন্ডের গাড়ি ।

আরো পড়ুন: দেশ প্রধানমন্ত্রী হিসেবে মমতাদি-কেই চায়, নতুন ওয়েবসাইট চা’লু করে প্রচার শু’রু তৃণমূলের

পুলিশ সূত্রে জানা যায় সেই গাড়ির চালক ছিলেন তিনি নিজেই, গাড়িটি অ্যালিস রিভার ব্রিজের কাছে উল্টে পরে যায়। আরো জানা যায় গাড়িটি আসলে কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে নি।

ঠিক বিপরীত পাশ থেকে আসার সময় হঠাৎ করেই গাড়িটি উলটে যায়। সেই দুর্ঘটনার সময় গাড়িতে সাইমন্ড ছাড়াও ছিলেন আরেকজন। চিকিৎসকেরা বহু চেষ্টা করেছেন ঠিকই কিন্তু জানা গিয়েছে সেই দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে ক্রিকেট তারকার।

অ্যান্ড্রুর ক্রিকেট কেরিয়ার ছিল অন্যতম। দুটি বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন তিনি। সেই সময়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে তার নাম জ্বলজ্বল করত। তাকে ছাড়া দল ভাবতেও পারত না কিছু। তার উপস্হিতি দলকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিল।কারণ ব্যাট বলে তার ছিল সমান দক্ষতা।

১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ১৯৮ টি ম্যাচ খেলেছেন তিনি একদিনের ক্রিকেটে মোট রান ৫০৮৮। শেষের দিকে অস্ট্রেলিয়ার জার্সিতে তিনি ১৪ টি , টি-২০ ম্যাচও খেলেছেন। তার চলে যাওয়া সত্যি ক্রিকেট বিশ্বের একটা ক্ষতি।