সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশের জা’লে National Crime Control Bureau-র ভু’য়ো ডিরেক্টর, গ্রে’ফ’তা’র অ’ভি’যু’ক্ত

ভুয়ো আইএএস, সিবিআই অফিসারের পর এবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ভুয়ো ডিরেক্টরের খোঁজ মিললো ইএম বাইপাস থেকে। প্রগতি ময়দান থানার পুলিশ সম্প্রতি ওই ব্যক্তির খোঁজ পেয়ে তাকে গ্রেপ্তার করেছে। Government of West Bengal বোর্ড লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন অভিযুক্ত। তার গাড়িটিকেও বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ। বুধবার রাতে প্রগতি ময়দান থানার পুলিশ যখন রাস্তায় নাকা চেকিং করছিল তখন ওই ব্যক্তি ধরা পড়ে বলে জানা গিয়েছে।

এদিন রাতে ইএম বাইপাসে ডেপুটি ডিরেক্টর ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ট্যাগ লাগানো একটি গাড়ি দেখে পুলিশ। সেই গাড়িটিকে আটকে মালিককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়। পুলিশি জেরার মুখে পড়ে ওই ব্যক্তি অনেক অসংলগ্ন কথা বলতে শুরু করেন। আর তাতেই কার্যত পুলিশের মনে সন্দেহ জাঁকিয়ে বসে। এর পরেই গাড়ির মালিক গোলাম রব্বানিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি বেনিয়াপুকুরের বাসিন্দা। তার বিরুদ্ধে নাকি একাধিক প্রতারণার অভিযোগ আছে। অভিযুক্তের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য বিগত কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে ভুয়ো সরকারি আধিকারিকদের খোঁজ মিলছে। যারা সরকারের ট্যাগ লাগানো গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেদের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করছেন।

কসবার ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব ধরা পড়ার পর থেকেই এমন ঘটনা বারংবার প্রকাশ্যে আসছে। বিগত কয়েকদিনে ভুয়ো পুলিশ আধিকারিক থেকে শুরু করে ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, ভিজিলেন্স অফিসারসহ বেশ কয়েকজন প্রতারক পুলিশের জালে ধরা পড়েছেন।