সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাক্তারির প্রবেশিকা প’রী’ক্ষা’য় অকৃতকার্য, ত’বে পাকিস্তান পুলিশের শীর্ষপদে বসছেন এই হিন্দু মহিলা

এক নম্বরের জন্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতে সফল হতে পারেননি মনীষা রূপেতা। কিন্তু তিনি পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা হিসেবে সেই দেশের পুলিশের ডেপুটি সুপার পদে বসতে চলেছেন।

সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবী করা হয়েছে যে পাকিস্তানের পুলিশের এত বড় উঁচু পদে কোনো হিন্দু মহিলা এর আগে বসেননি। এই মুহূর্তে মনীষারর ট্রেনিং চলছে।

শীঘ্রই তিনি এই পদে কাজ শুরু করে দেবেন বলে জানা যাচ্ছে। পাকিস্তানের মতো রক্ষণশীল এবং পুরুষশাসিত সমাজে মনীষার কীর্তি অনন্য বলে মনে করা হচ্ছে।। মনীষা জানিয়েছেন তার বাড়ির সকলেও অত্যন্ত রক্ষণশীল মনোভাবের।

আরো পড়ুন: সমুদ্রের নীচে এগুলো কিসের গ’র্ত? রীতিমতো ভাইরাল ছ’বি

মনীষা বলেছেন তার পরিবারের সকলে বলেছিলেন তিনি পড়াশোনা করতে পারেন কিন্তু পেশাব আছে এর সময় শিক্ষাকতা অথবা ডাক্তারি বেছে নিতে হবে।। পুলিশের চাকরি বা আইন আদালতের ব্যাপারে কোন পেশা নেওয়ার অধিকার ছিল না তার।

তবুও তিনি সব বাধা পেরিয়ে সেই পথেই হেঁটেছেন। ১৩ বছর আগে তার বাবার অকাল মৃত্যু হয়।। সেই সময় সন্তানদের নিয়ে করাচিতে বসবাস শুরু করেন মনীষার মা।

তিনি বলেছেন ভালো ঘরের মেয়েরাও যে পুলিশ এবং কোটকাছাররি সংক্রান্ত পেশা বেছে নিতে পারে তিনি তা বোঝাতে চেয়েছিলেন।