সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক কতগুলো পরমাণু বো’মা গো’টা পৃথিবীকে ধ্বং’স করতে পারে? গবেষণায় মিললো উত্তর

আমরা সকলেই জানি বেশ কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কেমন যুদ্ধ শুরু হয়েছে, যা তৃতীয় বিশ্ব যুদ্ধ হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। এর আগের যুদ্ধ গুলোয় কি পরিমান মানুষ মারা গিয়েছে সে কথা ভেবেই অবাক হচ্ছে দেশ বাসী। এই ধরনের যুদ্ধর পরিস্থিতি তৈরি হলে পারমাণবিক বোমা ফেলে এক দেশ আরেক দেশের মধ্যে।

মাত্র কয়েক সেকেন্ডের ব্যাবধানে একটা দেশ ছিন্ন ভিন্ন হয়ে যায় এই বোমার আঘাতে। প্রতিটা দেশেই নিজের সুরক্ষায় যথেষ্ট পারমাণবিক বোমা মজুত রেখেছে। যত দূর জানা যায়, বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আছে রাশিয়ার কাছে, এরপর আমেরিকা ও ভারত যথেষ্ট শক্তিশালী এই অস্ত্রের দিক থেকে।

তাছাড়াও রয়েছে চিন, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান, ইজরায়েল, ও উত্তর কোরিয়া। এই নয়টি দেশের মধ্যে সব কটা দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে। আসুন আজ জেনে নিই এই বোমার কত শক্তি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে আর মাত্র ১০ সেকেন্ডের ব্যাবধানে একটা গোটা শহর ধুলিস্যাৎ হয়ে যায়।

আরো খবর: “না পোষালে চাকরি ছেড়ে দিন”, DA আন্দোলনকারীদের তী’ব্র ভা’ষা’য় আ’ক্র’ম’ণ হাকিমের

ধোঁয়ার মত মানুষ উবে যাবে এর মধ্যেই। সেই দেশের জল, স্থল, বায়ু সবটাই বিষাক্ত হয়ে যায় এর পর। মানুষের বেচেঁ থাকার চান্স খুবই কম থাকে। এর পরেও যদি কেউ বাঁচে সে ওই বিষাক্ত আবহাওয়ায় মারা যায়। জানা যায় কত বছর সেখানের বাচ্চারা সুস্থ জন্মায়নি।

বিজ্ঞানীরা এই বোমা নিয়ে যত দিন গেছে আরো বেশি রিসার্চ করে গেছেন। আমেরিকার লস আলামোস নাশেনাল ল্যাবের গবেষণায় জানা গেছে মাত্র ১০০ টি পারমাণবিক বোমা যথেষ্ট গোটা পৃথিবী ধ্বংস করার জন্য।