সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’তো ভা’লো অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও সোহম-নুসরতকে মহানায়ক সন্মান! আ’ক্ষে’প মানসীর

এবার মহানায়ক ও মহানায়িকা সম্মান নিয়ে মুখ খুললেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা। তিনি বলেছেন বাংলায় আর রাজনীতি বলে কিছুই নেই, সব কিছুই এখন স্বার্থ নীতি।

আমরা সবাই জানি মহানায়ক সম্মান পেয়েছে এবার সোহম, ও মহানায়িকা সম্মান পেয়েছে এবার নুসরত জাহান।এই নিয়েই তিনি বলেছেন, ভালো ভালো সব অভিনেতা থাকা সত্ত্বেও এরা কেন এই পুরষ্কার পেল সেটা তিনি বুঝে গিয়েছেন।

রাজ্য সরকারের তরফ থেকে কিছুদিন আগেই বঙ্গ সম্মানের আয়োজন করা হয়েছিল আর সেখানেই মহানায়ক ও মহানায়িকা সম্মানে ভূষিত হয়েছেন সোহম ও নুসরত। বাংলা সিনেমাকে নুসরত নাকি অনেক কিছু দিয়েছে, সাথে সোহমের কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে, সোহম একজন জাত অভিনেতা।

আরো পড়ুন: ISRO-র সবথেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যানের যা’ত্রা শু’রু হলো

এবার এই পুরস্কারের প্রসঙ্গ নিয়েই যখন মানসী সিনহাকে প্রশ্ন করা হয় তখন তিনি স্পষ্ট জানায়, ওটাকে তিনি আর পুরস্কারের মঞ্চ হিসেবে মনেই করে না।তিনি তাঁদের দুজনের নাম নিয়েই বলেন, তারা তাঁর খুবই প্রিয় তারা অভিনয়ও ভালো করে।

কিন্তু তাঁদের থেকেও তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাঁদের না দিয়ে, সোহম নুসরতকে দেওয়া হল। এতেই তো উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেল। তিনি শেষে বলেন, এখন রাজ্যে রাজনীতি বলে কিছুই নেই। যা হচ্ছে সমস্তটাই স্বার্থ নীতি।

একটা সময় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগত। তিনি ছিলেন আমার দিদিরমতো। কিন্তু এখন হয়ত আর ভালো লাগবে না। এদিকে অনেকেই অনেক মন্তব্য করেছেন এই সম্মান দেওয়া নিয়ে।

অনেকেই বলেছেন জিত কি এই সম্মানের যোগ্য নয়? নুসরতের থেকে অনেক আগে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন জিত। তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধও করেছেন।