সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামী-স্ত্রীর মধ্যে বি’বা’দ হলেও সন্তানের দা’য়ি’ত্ব নিতেই হবে বাবাকে! রা’য় দি’লো হাইকোর্ট

মাদ্রাস হাইকোর্টের তরফ থেকে এলো নতুন নির্দেশিকা যেখানে বলা হয়েছে একজন বাবা তার সন্তানের রক্ষণাবেক্ষণ করতে বাধ্য। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম বিরোধ থাকে অথবা যদি তারাই সম্পর্ককে অস্বীকার করে তখন ওই রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবে না। শুনানিতে আদালতের বক্তব্য, শিশু যদি মায়ের হেফাজতে থাকে তবুও দেখাশোনার জন্য একজন বাবাকে অর্থ দিতে হবে।

এই ব্যাপারে স্বামীর তরফে থাকা আইনজীবী জানিয়েছেন যদি কোন ব্যক্তি তার নাবালক সন্তানের যত্ন নিতে চান কিন্তু তার স্ত্রী যদি সেই শিশুকে দেখতে না দেয় ভরণপোষণের জন্য দায়িত্ব না দিতে চান তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনরকম ভরণপোষণের দায়িত্ব নিতে পারবে না। সেই শিশুর স্বামীর পক্ষে থাকা আইনজীবির এরকম বক্তব্য শুনে আদালত স্বামীকে তার দৃষ্টিভঙ্গির জন্য তিরস্কার করেছেন।

বিচারক জানিয়েছেন, আদালত কোন অবস্থাতেই এই ধরনের বক্তব্যকে মানবে না। আদালতের তরফ থেকে জানানো হয়েছে ১১ মাস বয়সী কন্যা সন্তানের যত্ন নেওয়ার জন্য দায়িত্ব অবশ্যই একজন বাবার রয়েছে, কারণ তিনি প্রাকৃতিক অভিভাবক এবং একজন উপার্জনকারী ।

আরো খবর: এখানে গিয়ে কা’রো মৃ’ত্যু হলেই ৫ লক্ষ টা’কা, ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

জানা গেছে ২০২০ সালে দম্পতির বিয়ে হয় তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আলাদা থাকতে শুরু করেন তারা পরবর্তীকালে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদ করার জন্য সিদ্ধান্ত নেন তারা। ওই মহিলা তিরুচিরাপল্লীতে তার মা-বাবার বাড়িতে ফিরে যান এবং তার সন্তানকে তার সঙ্গে নিয়ে যান।

এরপর তার স্বামী পুনা মল্লিক একটি পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন পরবর্তীকালে সেটা ওঠে হাইকোর্টে। আদালতের পক্ষ থেকে বলা হয় যে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে জীবিকাকে মানুষের জীবনের একটি মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে।

এছাড়া ৩৯ এবং ১৫, ৩ নম্বরে সামাজিক ন্যায়বিচার আর নারী শিশুদের ক্ষমতায়নের জন্য ইতিবাচক ভাবে রাষ্ট্রীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে। মহিলাও আদালতে মামলা করেছিলন সেই আবেদন মঞ্জুর করা হয়েছে পাশাপাশি স্বামীকে প্রত্যেক মাসে ১০ তম দিনে তার আগে নাবালিকাকে রক্ষণাবেক্ষণ করার জন্য পাঁচ হাজার টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।