সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশ সুখী না হলেও ক্ষো’ভ ও ঘৃ’ণা’র তালিকায় শীর্ষস্থানা পৌছাবেই: রাহুল গান্ধী

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দশা কি হয়েছে সেটা সবাই জানে। ইতিমধ্যেই কংগ্রেসের অন্দরমহলে প্রশ্নবাণ উঠে আসছে চারদিক থেকে। আর সেই প্রশ্ন কিন্তু গান্ধী পরিবারকে নিয়েই।

যার মধ্যে রাহুল গান্ধীকে নিয়ে অনেকটাই। কিন্তু এই সব প্রশ্নের মধ্যেও তাঁর আক্রমণাত্মক কথা বার্তা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। অবশ্য একেবারে নাম না করেই আক্রমণ করেছেন তিনি এবার।

সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স রিলিজ করা হয়েছে, আর সেখানেই ভারতের স্থান পাকিস্তানের থেকেও নিচে। আর এবার সেই দেশের সুখ, শান্তি নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তিনি বললেন স্বাধীনতার পরে এটাই হয়ত ভারতের সব থেকে খারাপ পরিস্থিতি।

ইউনাইটেড নেশনের তরফ থেকে এই ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে, আর সেখানেই ১৫০ টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৬ নম্বরে। এই হ্যাপিনেস ইনডেক্স দেশের সমস্ত কিছুর ওপরে নির্ভর করেই বিচার করা হয়ে থাকে।

যার মধ্যে রয়েছে সরকারি সুযোগ-সুবিধা, গড় আয়ু, উদারতা, নিজের মর্জি অনুযায়ী জীবনধারণের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ ও আরও অনেক কিছু। এবার সেই সুযোগ নিয়েই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী।

তিনি প্রত্যেকবারের ন্যায় এবারও টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, “সুখী দেশের তালিকায় ভারত ১৩৬, স্বাধীনতার তালিকায় ভারত ১১৯, ক্ষুধার তালিকায় ভারত ১০১। মনে হচ্ছে আর বেশী দিন লাগবে না ঘৃণা ও ক্ষোভের তালিকায় শীর্ষে পোউছাতে আমাদের”।

আরো পড়ুন: এশিয়া কাপে ফে’র মুখোমুখি ভারত ও পাকিস্তান, তারিখ ঘো’ষ’ণা হ’লো টুর্নামেন্টের

ভাবা যায়, ভারত কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার নিচে রয়েছে সমস্ত তালিকায়। ভাবা যায় আফগানিস্তান রয়েছে ভারতের ১০ ধাপ নিচেই। ফিনল্যান্ড সুখী দেশের তালিকায় শীর্ষে। তারা কিন্তু এই নিয়ে ৫ বার তাঁদের স্থান ধরে রেখেছে।

ভারতের স্থান আগের বার ছিল ১৩৯ সেখান থেকে কিছুটা হলেও ভারত এগিয়েছে। হ্যাপিনেস ইনডেক্সে প্রথম পাচের মধ্যে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইস্ল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড। এদিকে আমেরিকা রয়েছে ১৬ নম্বরে ও ব্রিটেন রয়েছে ১৭ নম্বরে।