সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ED অফিসার হওয়ার জন্য কেমন যো’গ্য’তা লাগবে? শুরুতে বেতন কত? জানুন বি’স্তা’রে

” ইডি” – আমাদের বাংলার মানুষ এই নামটার সাথে এখন বেশ পরিচিতই বলা চলে। টিভি খুললেই আমাদের রোজ শুনতে হয় ইডি – এর বিষয় নিয়ে। তাঁদের কাজের পদ্ধতি নিয়ে। সম্প্রতি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করে সাড়া ফেলে দিয়েছে এই ইডি।

আরও নানা রকমের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করেছেন তাঁদের ইডি, সেই নিয়ে সরগরম গোটা বাংলা টিভি চালালেই আমরা সেসব খবর দেখতে পাচ্ছি। কিন্তু কারা এই ইডি? তাঁদের ক্ষমতা ঠিক কতটা যে এত হাই প্রোফাইল মানুষদের তাঁরা গ্রেফতার করতে পারছেন। অনেক যুবক যুবতীদের মুখেও বলতে শোনা যাচ্ছে তারা ভবিষ্যতে ইডি পদে চাকরি করতে চান।

আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই ইডির পদ নিয়ে :-

ইডি শব্দের মানে হলো ” এনফোর্সমেন্ট ডিরেক্টরেট” বা ” ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ” বাংলায় যাঁর অর্থ হলো ” আর্থিক তদন্তকারী সংস্থা”। অর্থাৎ আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তকারী সংস্থা হলো ইডি। এদের কাজই হলো আর্থিক তছরুপ করলে বা অতিরিক্ত সম্পত্তি কারো কাছে পাওয়া গেলে তাদের বাড়ি সার্চ করতে বা প্রয়োজনে তাদের গ্রেফতার করতে পারেন এনারা।

আরো পড়ুন: অফিসে গিয়ে একটাই কা’জ সেটি হ’লো ঘুমানো, তাতেই মিলবে মো’টা বেতন!

প্রধানত ইডি কি কি কাজ করতে পারেন জানা যাক –

১. আর্থিক লেনদেন বিষয়ক তদন্ত করা।

২. ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের তদন্ত করা।

৩. বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ এর সাথে যুক্ত কোন আর্থিক লেনদেনের তদন্ত করা।

৪. ফিমা লংঘনকারীকে সাজা প্রদান করা।

এছাড়াও, ইডি হতে গেলে নিজের দেশের অর্থাৎ ভারতের নাগরিক হওয়া বাধযতামূলক। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পাশ হতেই হবে। ইডির চাকরি দুই ভাবে পাওয়া যায় একটা এসএসসি – এর সিজিএল পরীক্ষা দিয়ে পাওয়া যায়।

আরেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী পদোন্নতি লাভের মাধ্যমে ইডিতে চাকরি পেতে পারেন। এই পদের চাকরির বেতন থাকে প্রায় ষাট হাজার টাকা। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বেতন থাকে।

ইডির চণ্ডীগড়-এ রিজিনাল অফিস আছে, এছাড়াও কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি তে রয়েছে ইডির অফিস। তবে দিল্লিতে রয়েছে প্রধান অফিস ইডির।