সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বনে ঢুকে চিতাবাঘের লে’জ ধ’রে টা’ন যুবকের! এরপর যা হ’লো

কাজকর্মে প্রমাণিত করে দেয় কে মানুষ আর কে পশু। বন্য পশুদের সঙ্গে নানান সময় সভ্য মানুষদের নিষ্ঠুরতা আমরা দেখে এসেছি। নেট দুনিয়াতে এরকম বহু ভিডিও ভাইরাল হয়েছে। এমন একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্য পশুর ওপর নির্মম অত্যাচার যেটা সত্যি বর্তমান সমাজে লজ্জার ব্যাপার। এই ভিডিওটি শেয়ার করেছেন আই এ এস অফিসার প্রবীণ কাসওয়ান। ভিডিওটি শেয়ার করে দিন ক্যাপশান হিসেবে লিখেছেন,” এখানে কে পশু সেটা আপনারাই চিহ্নিত করুন”।

শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চিতা বাঘের লেজ এবং পা ধরে টানছে একজন যুবক। চিতাটি অসহায় অবস্থায় এগোতে চাইছে কিন্তু বারবার আটকে যাচ্ছে এবং ঘটনাটির ভিডিও করছে আর এক যুবক। ভিডিওটিতে দেখা যাচ্ছে আশেপাশে কয়েকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারাও চেষ্টা করছেন ছবি তুলতে।

আরো পড়ুন: দুই পাইলট মাঝ আকাশেই ঘু’মি’য়ে পড়লেন, এয়ারপোর্টে নামলোই না বিমান

ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে যে দৃশ্যটি কোন অভায়ারণ্য সংলগ্ন অঞ্চলের, কিন্তু সেটি কোন অভয়ারণ্য সেটা বোঝা যাচ্ছে না। ওই অফিসার জানিয়েছেন, “ভিডিওটি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন।


তার মতে এই ধরনের অরণ্যচারী বন্ধুদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত? ওরা ও জীবন্ত প্রাণ। সচেতন হওয়া সকলের দরকার।” অনেক নেটিজেন এই ভিডিওটি দেখে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। কয়েকজন নেটিজেনের দাবি ওই যুবকদের শাস্তির।