সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাস্থ্যসাথী প্রকল্পের না’ম নথিভুক্ত অনলাইনে, কিভাবে আ’বে’দ’ন করবেন?

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে কিন্তু বাংলার মানুষের মধ্যে দারুণ উন্মাদনা রয়েছে , সেই উন্মাদনার কারণেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সংখ্যা এতটা। মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্যই এই প্রকল্পের সূত্রপাত। ইতিমধ্যে অনেক কয়েকটি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

যার মধ্যে এই স্বাস্থ্য সাথী প্রকল্প অন্যতম। এখন যেকোনো প্রকল্প করতে যান না কেন, তার আগে আপনার স্বাস্থ্য সাথী প্রকল্প করা আছে কিনা সেটা দেখাতে হয়। এই প্রকল্পের দ্বারা প্রতি পরিবারকে একটা মোট আটাকা আর্থি সাহায্য করা হয়ে থাকে।

এখন প্রশ্ন হল, এখনও অনেক মানুষ বাংলায় রয়েছে যারা স্বাস্থ্য সাথী কার্ড করায় নি। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই কার্ড তাদের করিয়ে নিতে বলা হচ্ছে। তবে আপনি যদি অনলাইনের মাধ্যমেও ফর্ম ফিল আপ করাতে চান তাহলে বাড়িতে বসে সহজেই সেটা করতে পারবেন।

আরো খবর: OMR শিট ১০ বছর সংরক্ষণ করতে হবে, ন’য়া বি’ধি আ’ন’তে চলেছে SSC

তার জন্য আপনাকে স্বাস্থ্য সাথী অথবা www.swasthyasathi.gov.in লিখতে হবে। সেই ওয়েবসাইট খোলার পরেই আপনাকে হোম্পেজের টুল্বারের অ্যাপ্লাই অপশনে যেতে হবে। তারপরেই যে উইন্ডো খুলবে সেখানেই আপনাকে নিজের তথ্য পূরণ করতে হবে।

সাথে আপনার যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলো অ্যাটাচ করে দিতে হবে। আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনাকে সেখানে থাকা সাবমিট বোতামে ক্লিক করতে হবে।