সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Award শোতে ডে’কে এ’নে অপমান, লা’ই’ভে এ’সে বি’স্ফো’র’ক দা’বি ইমন চক্রবর্তীর

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে কে না চেনে। তার নিজের দুর্দান্ত গানের জাদুতে লক্ষ লক্ষ মানুষকে মাতিয়ে রাখেন তিনি। তাঁর হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রির ঝুলিতে এসেছে বিরাট সম্মান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা কন্ঠশিল্পীর সম্মান পেয়েছিলেন ইমন। এরপর বহু হিট গান আপামোর বাঙালি শ্রোতাকে উপহার দিয়েছেন তিনি, আলোকিত করেছেন জনপ্রিয় সংগীত রিয়ালিটি শো-এর বিচারকের আসন। বাংলার বাইরেও ইমনের ভক্ত সংখ্যা অগুনতি, তবে এত নামি একজন শিল্পী হয়েও এবার চরম অপমানের মুখে পড়তে হল তাঁকে।

গায়িকা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, প্রায়শই ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করেন নেট দুনিয়ায়। এভাবেই অনুগামীদের সাথে তিনি জুড়ে থাকেন। মাঝে মধ্যে ফেসবুক লাইভে এসে আড্ডাও দেন। কিন্তু কে বা কারা অপমান করল ইমনকে? সব ঘটনা ফেসবুক লাইভে এসে নিজেই জানালেন ইমন। এক অত্যন্ত খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সকলের সাথে। তিনি জানান তাকে একটি অ্যাওয়ার্ড শোতে ডেকে একপ্রকার অপমান করা হয়েছে। তাই যারা শিল্পী হবার আশা রাখেন তাদের এই ধরণের সমস্যার কথাও জেনে রাখা উচিত।

লাইভ ভিডিওতে ইমন বলেন, কলকাতার J.W Marriott হোটেলে মঙ্গলবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নাম, Pride of Nation। যেখানে বিভিন্ন শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর ইমন ছিলেন তাদের মধ্যে একজন। বিকেল ৫.৩০ নাগাদ তাকে উপস্থিত থাকার জন্য বলা হয়, তবে অভ্যাসবশত তিনি ১৫ মিনিট আগে ৫.১৫ নাগাদ সেখানে পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি হতবাক হয়ে যান। গিয়ে দেখেন সেখানে কোনো ব্যবস্থাই নেই। কোনো গেস্ট নেই, এমনকি অনুষ্ঠানও চালু হয়নি। বদলে তাকে অপেক্ষা করার জন্য বলা হয় সন্ধ্যে ৬টা পর্যন্ত।

https://www.facebook.com/watch/?v=1287203691783727

বুধবার ইমন ও তার টিমের সদস্যদের শান্তিনিকেতনের একটি প্রোগ্রামের জন্য তাড়াতাড়ি বেরোতে হত। কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে ৬.৩০ পর্যন্ত অপেক্ষা করেন ও ৬.৫০ নাগাদ হোটেল থেকে বেরিয়ে চলে আসেন। কারণ তখনও শো এর সেভাবে কোনো আয়োজন তিনি দেখতে পাননি। সকলেই যে যার মতো আনন্দ করছিল, অ্যাওয়ার্ড শো তখনও শুরু হয়নি। এরপর ইমন যখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আয়োজকদের নজরে পড়লেও কেউ আটকানোর চেষ্টা করেননি।

তিনি জানান যে হোটেল থেকে বেরিয়েই তিনি এই ভিডিওটি করেছেন। যাতে যারা শিল্পী হবেন ভাবছেন বা হতে চাইছেন তারা জানতে পারেন শিল্পীদের সাথে হওয়া আচরণের সম্পর্কে। ইমন স্পষ্টভাবেই বোঝাতে চেয়েছেন শিল্পী মানেই তাদের হাতে যে অগাধ সময় আছে তা কিন্তু একেবারে নোই। তাদের সময়ের দাম আছে, তাদেরকেও সন্মান করা উচিত। আর শেষ গায়িকা এও জানান ভবিষ্যতে এমনধরণের প্রাইড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তিনি আদৌ যাবেন কি না তা নিয়ে আগেভাগে দশবার ভাবববেন।

ইমনের এই ফেসবুক লাইভ হু হু করে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইমনকে সমর্থন জানিয়েছেন তাঁর ফলোয়ার্সরা। সকলের বক্তব্য, ‘একদম ঠিক করেছো’। এই সুর ধ্বনিত হল ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষের মন্তব্যেও। কমেন্ট বক্সে নীলাঞ্জন লেখেন- ‘একদম ঠিক করেছো’, পালটা জবাবে ইমন বলেন- ‘ধন্যবাদ বর, আই লাভ ইউ’।