সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Electric Bill: বিদ্যুতের বিল হবে আগের থেকে অনেক ক’ম, মানুন এই প’দ্ধ’তি, বাঁ’চ’বে টা’কা

বর্তমান সময় কালে যদি বিদ্যুতের বিল নিজের আয়ত্তে রাখতে চান তাহলে তার জন্য মেনে চলতে পারেন কিছু টিপস। এতে বিদ্যুতের ব্যবহার কম হবে এবং বিদ্যুতের বিলের সাশ্রয় হবে। অনেক সময় শীতকালে বিদ্যুতের বিল কম আসার বদলে বেড়ে যায়। বিদ্যুতের বিল বেশি আসলে সে ক্ষেত্রে কিছু ডিভাইস বদলে নিতে পারেন।

পুরনো বাল্ব ব্যবহার করলে অবিলম্বে তা বদলে ফেলুন। বদলে এলইডি বাল্ব নিয়ে আসুন। পুরনো বাল্বে বিদ্যুতের বিল খুব তাড়াতাড়ি বাড়ে। শীতের দিনে হিটার ব্যবহার করলে বেশি ক্ষমতা সম্পন্ন হিটার কিনবেন না। এতে বিদ্যুতের বিল তাড়াতাড়ি বেড়ে যাবে। হিটারের জায়গাতে ব্লোয়ার ব্যবহার করা যেতে পারে। ব্লোয়ার বিদ্যুতের ব্যবহার কমিয়ে দেয়।

গাড়িতে পুরনো গিজার ব্যবহার করে জল গরম করার পদ্ধতি বদলে ফেলুন। এতে বেশি বিদ্যুৎ খরচ হয় এবং বিদ্যুতের বিল বেড়ে যায়। তাই পুরনো গিজার সরিয়ে ফেলে আধুনিক প্রযুক্তির গিজার ব্যবহার করুন। এক্ষেত্রে 5 স্টার গিজার ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী। এতে বিদ্যুতের বিল কমে।