সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TET কে’লে’ঙ্কা’রি নিয়ে এবার বিধায়ক মানিক ভট্টাচার্যকে ডা’ক’লো ED

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল। এর আগে মানিকের বাড়িতে হানা দিয়েছে ইডি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিও মানিক ভট্টাচার্য টেট মামলায় আদালতের নির্দেশে অপসারিত । অন্যদিকে, ইডি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লাগাতার জেরা করে যাচ্ছে।

ইডি সূত্রের খবর, জেরায় বিশেষ সহযোগিতা করছেন না পার্থ। তবে ইডি-কে জেরায় সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ও অর্পিতাকে ৩ অগাস্ট পর্যন্ত হেজাজতে নিয়েছে ইডি।

আরো পড়ুন: ৫ টি গু’লি খেয়েও পাক মেজরের মা’থা উ’ড়ি’য়ে দিয়েছেন! ৪৮ পাকিস্তানি সেনাকে খ’ত’ম করেছিলেন

জেরায় অর্পিতা স্বীকার করেছেন, তাঁর বাড়িতে উদ্ধার হওয়া প্রায় ২১ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ ও অর্পিতার যৌথ ভাবে কেনা সম্পত্তিরও হদিশ পেয়েছে ইডি। ওই সম্পত্তি তাঁরা কিনেছিলেন ২০১২ সালে। উদ্ধার হওয়া নগদ টাকা এক দুদিনেই বাইরে পাঠানোর প্ল্যান ছিল।