সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র মরশুমে ধা’ক্কা দি’লো সোনা, মাথায় হা’ত মধ্যবিত্তদের

উত্তর থেকে দক্ষিণ সর্বত্র চলছে বিয়ের আমেজ। আর বিয়ের আবহে তরতড়িয়ে বাড়ছে স্বর্ণ ধাতুর দাম। সোনা কিনতে শীতের দিনেও ঘাম ঝরছে মধ্যবিত্ত বাঙালির। সপ্তাহ শেষে গতকালের তুলনায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম। তবে ডিসেম্বরের আগেও সোনার দামে এতটা কোপ পড়েনি। একদিকে যখন সবজি বাজার, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া।

তখন মরার উপর খাড়ার ঘা সোনার দাম। শুধু ভারত নয় বিশ্ববাজারেও উর্ধ্বমুখী সোনার দাম। তবে কখনো এক থাকছে না সোনার দাম কোনদিন খুব কম আবার পরপর দুই দিন চরচড়িয়ে বাড়ছে দাম।কিন্তু বিয়েতে মেয়েকে সোনা দেওয়া মানে অনেকখানি নিরাপত্তা দেওয়া। তাই কিনতেই হবে সোনা। ৫০ হাজারের অনেকটাই নিচে নেমেছিল ২২ ক্যারেট সোনার দাম। তবে গত কয়েকদিন ধরে সোনার পাল্লা ভার।

শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার আজকের দাম ৪৯ হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ৫৪২৮০ টাকা। অন্যদিকে মহানগরের বাজারে এক কেজির উপর দাম ৬৭ হাজার ৬০০ টাকা। গত কয়েকদিনের তুলনায় কিছুটা নিম্নমুখী রুপোর দাম। সবমিলিয়ে সোনা রুপো দুই কিনতে গিয়ে পকেটে টান পড়েছে মধ্যবিত্ত বাঙালির।

আরো খবর: কনেরা বি’য়ে’র দিন এই জিনিসগুলো নিজের কা’ছ থেকে দূ’রে রাখবেন না, হ’তে পারে অমঙ্গল

এদিকে বিশেষজ্ঞরা বলছেন এখন বিয়ের মরসুমে খুব একটা নড়চড় হবে না সোনা রুপোর দাম। তাই সোনা কিনতে গিয়ে নাজেহাল হতে হবে। তবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় সোনার দাম অনেকটাই হ্রাস পেতে পারে বলেই মনে করা হচ্ছে। ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে সোনালী ধাতুর দাম কিছুটা কমবে বলেই আশাবাদী অর্থনীতিবিদরা।