সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কনেরা বি’য়ে’র দিন এই জিনিসগুলো নিজের কা’ছ থেকে দূ’রে রাখবেন না, হ’তে পারে অমঙ্গল

চলছে বিয়ের মরশুম। বিয়েতে মূল আকর্ষণ কনে। নিজের বিয়েতে মন মত সাজতে চান সকলেই। কিন্তু বিয়ে বাড়ি মানেই হাজারো কাজ। সকলেই থাকেন ব্যস্ত। তাই কনের আনুষঙ্গিক জিনিসপত্র খেয়াল রাখার সময় থাকে না। কিন্তু মনে রাখবেন কনের এই কয়েকটি জিনিস কখনোই কাছছাড়া করলে চলবে না। তার প্রথমেই রয়েছে একটি ছোট্ট ব্যাগ। ভারী সাজের সঙ্গে ভারী ব্যাগ কখনোই মানানসই হয় না। তাই হাতের কাছে একটি ছোট ব্যাগ রাখুন।

তাতে প্রয়োজনীয় জিনিসপত্র টুক করে ভরে ফেলতে পারবেন। লাল বা হলুদ রঙের ব্যাগ বেশ চমৎকার দেখায়। এমব্রয়ডারি করা ব্যাগ হলে তো কোন কথাই নেই। বসার আসনের পাশে রাখুন একটি বড় ব্যাগ। কোন দামি উপহার পেলে সেগুলো রাখতে পারেন ব্যাগের মধ্যে। অর্থাৎ কনের সঙ্গে এই দুটি ব্যাগ রাখা অপরিহার্য।

বিয়ে করবার সময় জুতো না পড়লেও কনের সাজে জুতো আবশ্যকীয়। তবে সব সময় দুই জোড়া জুতো কিনে রাখবেন। তাড়াহুড়োতে এক জোড়া জুতো হারিয়ে বা ছিড়ে গেলে বেগতিক হয়ে যেতে পারে। তাই আগে থেকে জুতো কিনে রাখাই ভালো। বিয়ের সাজ অসম্পূর্ণ থাকে নথ না পড়লে। বিভিন্ন স্টাইলিশ নথ বেশ মানানসই লাগে কনেকে। তবে অনেক সময় ছোট জিনিস হয় হারিয়ে যাওয়ার আশঙ্কা তাকে নথ। বেনারসির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নথ কিনতে হবে।

আরো খবর: ফুটবল বিশ্বকাপ দেখার জন্য jio ল’ঞ্চ করলো নতুন প্ল্যান, আজই রি’চা’র্জ করুন

কারণ সাজ সম্পূর্ণ হওয়ার পর নাকের নথটি ছোট বা বড় হলে দেখতে মোটেও ভালো লাগে না। তবে একসঙ্গে দুটি নথ কাছে রেখে দেওয়া ভীষণ জরুরি। একটি ছোট তার সঙ্গে একটি বড় নথও কিনে রাখতে পারেন। সাজ মুখ ও শাড়ির গঠন অনুযায়ী নথ পড়বেন। বিয়ের দিন বাঙালি মেয়েরা বেশিরভাগ সোনার গয়না পরে। তবে অনেকে আবার গোল্ড প্লেটেড বা গোল্ড পলিস জুয়েলারিও পড়ে থাকেন। যাই গয়না করুন না কেন তা যেন সাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।

সেগুলো মাথায় রেখে গয়নাগাটি একটি নির্দিষ্ট জায়গায় মজুত রাখুন। কনের সঙ্গে যে ছোট ব্যক্তি রাখবেন সেখানে অবশ্যই সেফটিপিন নিতে ভুলবেন না। সেফটিপিন ভীষণ জরুরী। তাই কয়েক পাতা সেফটিপিন হাত ব্যাগে রেখে দিন। তবে সাজের পরে আরও বিভিন্ন বিষয় মাথায় রাখা দরকার। আপনার সুন্দর দিনটিতে যাতে কোনো বাধা না আসে সেটাই কাম্য।