সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ দেখার জন্য jio ল’ঞ্চ করলো নতুন প্ল্যান, আজই রি’চা’র্জ করুন

বিশ্বকাপ ফুটবল জমে উঠেছে । আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের মতো দেশ ছাড়াও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কোর মতো দেশ। এমনকি Jiocinema থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপ সম্প্রচার দেখা যাচ্ছে।

জিও নকআউট পর্যায়ের এই ম্যাচগুলি উপভোগ করার সুযোগ করে দিতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এবার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল। 222 টাকার Football World Cup Data Pack প্ল্যান (Jio Recharge) নিয়ে হাজির হয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।

কী সুবিধা পাওয়া যাচ্ছে?

শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য 222 টাকার Football World Cup Data Pack নিয়ে এসেছে রিলায়েন্স জিও। এই প্যাক রিচার্জ করে অতিরিক্ত ডেটা পাবেন জিও গ্রাহকরা। যা ব্যবহার করে বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখতে পারেন।

Jio গ্রাহকরা 222 টাকা ডেটা প্যাক রিচার্জ করলে মোট 50 GB ডেটা পাবেন। My Jio অ্যাকাউন্টে এই অতিরিক্ত ডেটা দেখতে পাবেন। খেলা দেখার সময় দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলে স্পিড কমে 64 Kbps হয়ে যায়।

সেই ক্ষেত্রে আর লাইন স্ট্রিমিং সম্ভব হয় না। 222 টাকা রিচার্জে যে অতিরিক্ত 50 GB ডেটা পাওয়া যাবে তা এই সময় ব্যবহার কয়রা যাবে। ফলে দৈনিক ডেটা শেষ হলেও খেলা দেখা চালিয়ে যাওয়া যাবে। এই ডেটা প্যাকে প্রতি GB ডেটা ব্যবহারে 4.44 টাকা খরচ হবে।