Home আন্তর্জাতিক বিশ্বের এক নম্বর Youtuber, বছরে আ’য় করেন প্রা’য় ৩০০ কো’টি!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর Youtuber, বছরে আ’য় করেন প্রা’য় ৩০০ কো’টি!

ইউটিউবার মার্ক এডওয়ার্ড ফিশবাচ বছর ঘুরলেই ৩১২ কোটি টাকা আয় করেন। তবে ইনি কোনও ধনকুবের ব্যবসায়ী নন। তিনি শুধু ইউটিউবে ভিডিও বানান। কয়েকশো কোটি উপার্জন। তবু এই ধনকুবের ইউটিউবারের মনে শান্তি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অশান্তির কথা জানিয়েছেন তিনি। ইউটিউবারের বক্তব্য, অর্থের অভাব নেই তার। তবে এত উপার্জন মাঝেমধ্যেই অর্থহীন মনে হতে থাকে তার।

তিনি জানিয়েছেন, তার নিরন্তর মনে হতে থাকে এত অর্থ উপার্জন ঠিক নয়। তিনি ঠকাচ্ছেন। ইউটিউবে মার্কিপ্লায়ার নামে পরিচিত এই ধনকুবের ইউটিউবার। তবে তার আসল নাম মার্ক এডওয়ার্ড ফিশবাচ। বয়স সবে ৩৩। হাওয়াই দ্বীপের হনুলুলুতে থাকতেন মার্কের বাবা-মা। তবে মার্ক জন্ম থেকেই আমেরিকার বাসিন্দা। সেখানেই পড়াশোনা, ক্যারিয়ারও। ২০১২ সালের মার্চ মাসে প্রথম ইউটিউব ভিডিও বানিয়েছিলেন ২৩ বছরের যুবক মার্ক। তার পর ইউটিউবে মন দেবেন বলে পড়াশোনা অসম্পূর্ণ রেখেই কলেজ ছেড়ে দেন।

আরো পড়ুন: আজ শুক্রবার, দেখে নিন আপনার রাশিফল কি বলছে (04.11.2022)

২০২২ সালে মার্ক এখন বিপুল সম্পত্তির মালিক। তার সম্পত্তির মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। সিনসিনাটি ছেড়েছেন বহু দিন। তবে এখন লস অ্যাঞ্জেলসের অভিজাত পাড়ার বাসিন্দা। বিশাল বাংলোর মালিক।

মার্কের ইউটিউব চ্যানেলের নামও মার্কিপ্লায়ার। সেই চ্যানেলে মূলত তার নিজের অভিনীত কমেডি শো, হরর গেম কিংবা ভিডিও গেমের সমাধানের ভিডিও তৈরি করেন মার্ক। সেই ভিডিও থেকেই কোটি কোটি উপার্জন তার।