সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর মরশুমে বা’জা’রে উপচে পড়েছে ইলিশ মাছ, দা’ম কত?

শনিবারকে বড়ো বাবার বার বলা হয়। অনেকেই তাই এইদিন নিরামিষ খান। তবেই এই সপ্তাহে শনিবার বাজারে একটু অন্য রকমের দৃশ্যেই দেখতে পাওয়া গেলো। কলকাতা ও কলকাতার কাছাকাছি মার্কেটগুলোতে মাছের পরিমাণ দেখে ভিড় জমালো মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকল পরিবারের কর্তারাই। কারণটা হয়তো জানা।

গত দুদিন ধরে বাজারে মাছ পাওয়া যাচ্ছিল না। মাছের গাড়ী ই আসছিল না আরোতে। আর বাঙালির তো মাছ ছাড়া চলে না তাই আজকে মাছের দাম আগুন ছোঁয়া থাকলেও বাজারে মানুষের ভালোই ভিড় চোখে পড়লো। সবজির দামও আজ রয়েছে যথেষ্ট চড়া। আসুন দেখে নেওয়া যাক আজকের বাজার মূল্য কেমন রয়েছে।

মাছের বাজারে একাধিক মাছ থাকলেও ইলিশ থেকে রুই দাম চড়েছে সব মাছের থেকেই। অন্যদিকে চিকেনের দামেও যেন আগুন। সব মিলিয়ে নজর দেওয়া যাক শনিবারের বাজারদরে কি রয়েছে মাছ মাংসের দাম।

আরো পড়ুন: রি’য়ে’ল লাইফে মা হলেও ফি’ল্মে কোনোদিন কাজলের মা হ’তে চাইতেন না তনুজা, জানুন কারণ

একটা বড় ইলিশ মাছ – ১৫০০ টাকা কেজি।
মাঝারী সাইজের একটা ইলিশ – ৭০০-৮০০ টাকা কেজি।
রুই মাছ – ২০০ টাকা থেকে ২৪০ টাকা কেজি।

বাগদা চিংড়ি – ৪০০ টাকা কেজি থেকে শুরু।
ফলি মাছ – ১৯০ টাকা থেকে ২২০ টাকা কেজি।
ভোলা মাছ – ২৫০ টাকা কেজি।
কাতলা মাছ – ৩৫০ টাকা কেজি।