সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবমেরিন ধ্বং’স’কা’রী মিসাইলের সফল পরীক্ষণ করলো DRDO, বু’ক কাঁ’প’ছে শত্রুপক্ষের

এবার শত্রুপক্ষ ভয়ে কাঁপবে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানিজেশন বা ডিআরডিও এমনই প্রযুক্তি এনেছে। তাদের সাবমেরিন বিরোধী রকেট আরবিইউ সিক্স থাউজেন্ট তৈরি করেছে ডিআরডিও। আর সেই পরীক্ষা হয়েছে সফল। এই রকেটগুলি নৌ সেনার যুদ্ধ জাহাজে মোতায়েন করা হবে।

সংস্থা সূত্রে খবর রকেটের রেঞ্জ ছিল পাঁচ কিলোমিটার। তবে এখন 10 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে সহজেই আঘাত করতে পারবে এই রকেট। অর্থাৎ আগের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী হয়েছে এই রকেট! এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রু দেশের সাবমেরিন সহজেই ডুবিয়ে ফেলা যাবে!

ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাই থেকে এই পরীক্ষা চালানো হয়েছে, বিজ্ঞানীরা এই পরীক্ষা চালিয়ে যথেষ্ট আশাবাদী বিশ্বের কুড়িটি সেনাবাহিনীর কাছে এই রকেট কার্যকরী রয়েছে। ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে যদি এই রকেট আসে তবে তা এক যুগান্তকারী সাফল্য তা বলাই বাহুল্য।

আরো খবর: বাদুড়ের তো ডানা আছে, সে উড়তেও পা’রে! তাহলে বাদুড় কি পাখি না পশু?

রাজপুত ক্লাস ডেসট্রয়রার দিল্লি ক্লাস ডেসট্রয়রার বিশাখাপত্তনম ক্লাস ডেসট্রয়রার তলবার ক্লাস ফ্রী গেট, শিবালিক ক্লাস ফ্রী গেট সহ আরো বিভিন্ন জাহাজে এই রকেট লঞ্চার করা হবে। 213 ক্যালিবারের এই রকেট লঞ্চ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে।

60 এর দশকে এটিকে যুদ্ধ জাহাজে পরীক্ষা মূলক ভাবে বসানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি হলো সবচেয়ে ভালো সাবমেরিন ধ্বংসকারী রকেট। তাই বিশ্বের বেশিরভাগ নৌ সেনা এই রকেটের উপরেই ভরসা করে।