সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভু’ল করেও দেখবেন না “কাশ্মীর ফাইলস”, ফিল্মের না’ম না নিয়েও কেন একথা বললেন মমতা?

বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে বিবেক অগ্বিহোত্রি পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ১৯৯০-র সময়।

যা এখনও বড় এক ক্ষত হয়ে দগদগ করছে। সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। এমন অনেক ছবি ভাইরাল হয়েছে যেখানে দর্শক হল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে।

এই ছবিচে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশির মতো অভিনেতাদের দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছবির প্রশংসায় জানিয়েছেন, এই সিনেমা সবার দেখা উচিত।

আরো পড়ুন: শক্তি স’ঞ্চ’য় করে ধে’য়ে আসছে সাইক্লোন, কবে আ’ছ’ড়ে পড়বে ঘূর্ণিঝড়?

তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার নাম না করেই কটাক্ষ করতে দেখা গেল মমতাকে। নিজস্ব ঢঙে বার্তা দিলেন তিনি ছবি নিয়ে।
বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় বললেন, কেউ সিনেমা দেখতে যাবে না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না।

সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।