সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শক্তি স’ঞ্চ’য় করে ধে’য়ে আসছে সাইক্লোন, কবে আ’ছ’ড়ে পড়বে ঘূর্ণিঝড়?

আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় সিত্রাং ( Sitrang ) নিয়ে বড় আপডেট দিল। হাওয়া অফিসের খবর, আগামী ২১ মার্চ অর্থাৎ সোমবার এই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে।

মূলত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে আছড়ে পড়বে সিত্রাং। ইতিমধ্যেই ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নতাপ তৈরি হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই ভয়াবহ সাইক্লোনের আকার ধারণ করবে।

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের উপর চলে এসেছে।

আরো পড়ুন: মা’স্ক পরা অবস্থায় থাকলেও আনলক হ’বে iphone, নয়া প্রযুক্তিতে সব কোম্পানিকে ট’ক্ক’র দি’লো Apple

এরপর সেটি অগ্রসর হচ্ছে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। আগামী ১৯ মার্চ সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলের সংলগ্ন অঞ্চলে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে।

২০ মার্চেই সাইক্লোনের আকার ধারণ করবে নিম্নচাপটি। যা আগামী ২১ মার্চ ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। অর্থাৎ সোমবারই উপকূল অংশে তাণ্ডব চালাতে চলেছে সিত্রাং। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটারর পর্যন্ত হতে পারে সিত্রাংয়ের গতিবেগ।