সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুলের সিলেবাসে ভগবৎ গীতা, এবার এই রাজ্যেও

পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কুলের পাঠ্যসূচিতে থাকবে ভাগবত গীতা। জীবন সম্পর্কে জ্ঞান অর্জন, কর্মমুখী হয়ে ওঠে ভাগবত গীতা পড়তে পারলে, কর্মই জীবন।

সম্প্রতি ভারতের গুজরাত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলে পাঠ্যসূচিতে ভগবদ গীতা চালু করার কথা ঘোষণা করেছে। তবে শুধু গুজরাটেই নয়, এই ঘোষণা সামনে আসার পর কর্ণাটকও একই পথে হাঁটছে।

ওরাও স্কুলের সিলেবাসে গীতা অন্তর্ভুক্ত করার কথা বলেছে৷গুজরাতে ভগবত গীতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি। এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষেই এই নীতি কার্যকর হবে।

আরো পড়ুন: ২০০ কোটি টা’কা বকে’য়া স্বাস্থ্যসাথী প্রকল্পের, আর পরিষেবা নয় জানিয়ে দি’লো ২০ টি হাসপাতাল

ভারতের গুজরাতের মতো কর্ণাটকেও ভারতীয় জনতা পার্টি সরকার আছে। কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ শুক্রবার এ বিষয়ে বলেছেন, বিশেষজ্ঞদের দ্বারা অনুমোদিত হলে, গীতা শিক্ষার্থীদের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত হবে৷

এই ভগবদ্গীতা শুধু হিন্দুদের জন্য নয়, সকলের জন্য। তবে এই বছরের জন্য নয়, আগামী বছর থেকে গীতা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে।’ উল্লেখ করা প্রয়োজন, গীতা কর্মের কথা বলে। কর্মই ধর্ম।