সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ব্রিজে উঠলেই সুইসাইড ক’রে কুকুর!

পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে শরীরের রোম রীতিমত খাড়া হয়ে যায়।তেমনি এক অদ্ভুত ঘটনা ঘটল স্কটল্যান্ডের এক ব্রিজে। শোনা যায় ১৯৫০ সাল থেকে যখনি কোন কুকুর এই ব্রিজে যায় তখনি ব্রিজ থেকে ঝাপ দেয়।

কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি। আজ পর্যন্ত ব্রিজ থেকে প্রায় ৩০০ ও বেশি কুকুর ঝাপ দিয়েছে। ২০১৪ সালে সেখানের এক স্থানীয় বাসিন্দা জানায় একদিন তিনি তার কুকুরের সাথে ঘুরতে বের হন।

যখন ব্রিজটিতে এসে পরেন তখন কুকুর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে ঝাপ দেয়। এই ব্রিজটির নামকরন করা হয় ডগ সুইসাইড ব্রিজ নামে।

আরো পড়ুন: বিশ্বের সবথে’কে দা’মি গাছ এটিই, এক বিঘা জমিতে চা’ষ করলেই আপনি কোটিপতি

যে কুকুরেরা সেখান থেকে বেচে ফেরে তারা পরবর্তীকালে আবার সেই ব্রিজে গিয়ে ঝাপ দেয়।সেখানের স্থানীয় বাসিন্দাদের মতে ওভার টাউন ব্রিজের একটি লোক মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী ব্যাকুলিত হয়ে উঠে এবং শেষে তার মৃত্যু ঘটে।

তার আত্মা নাকি সেখানে ঘুরে বেরায় যদিও বিজ্ঞানীরা একথা মানতে রাজি হননি।তাদের মতে,ব্রিজের পাশে একটি সিমেন্ট এর তৈরি প্রাচীর থাকায় কুকুরেরা ব্রিজ ও প্রাচীর এর মধ্যে পার্থক্য বুঝতে পারেনা যার ফলে এমন ঘটে এবং তাদের মৃত্যু হয়।