সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিদি নম্বর-১-এর TRP ত’লা’নিতে, আ’স’ছে নতুন রিয়েলিটি শো

বিকেল পাঁচটা বাজতে না বাজতেই জি বাংলার দিদি নাম্বার ওয়ান দেখতে বসে পারেন আপামর বাঙালি। বিগত ১০ বছরের বেশি সময় ধরে এই রিয়ালিটি শো এর সম্প্রচার হয়ে যাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে মহিলারা এসে নিজেদের জীবন সংগ্রাম নিয়ে কথা বলার সুযোগ পান এই মঞ্চে। তবে সম্প্রতি দিদি নাম্বার ওয়ান নিয়ে একটি দারুণ দোলাচল তৈরি হয়েছে জি বাংলার দর্শকদের মনে।

বিগত ১০ বছর ধরে কোটি কোটি মহিলারা এই মঞ্চে এসে বিভিন্ন সংগ্রামের কথা বলে মানুষকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। শুভ সঞ্চালনা করছেন রচনা ব্যানার্জি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি এই সঞ্চালনা করার জন্য তিনি বাংলার ঘরের মেয়ে হয়ে গেছেন। এদিকে খুব শীঘ্রই টলিউড এ আরো একজন অভিনেত্রী রয়েছেন যিনি নতুন এক রিয়ালিটি শো নিয়ে আসছেন জি বাংলার পর্দায়।

তিনি হলেন ইন্দ্রানী হালদার। ইন্দ্রানী হালদারের ঘরে ঘরে জি বাংলা খুব তাড়াতাড়ি আসতে চলেছে জি বাংলার মঞ্চে।পুজোর আগেই এই নতুন অনুষ্ঠানের প্রমো শেয়ার করেছিল চ্যানেল। তবে এখনো পর্যন্ত সম্প্রচারের সময় ঘোষণা করা হয়নি। তবে অনেকেই মনে করছে এই নতুন অনুষ্ঠান আসলে ইন্দ্রানী হয়তো রচনার জায়গা ছিনিয়ে নেবেন।

আরো পড়ুন: একসঙ্গে জা’লে উ’ঠ’লো ১৮ টি ভোলা মাছ, ভা’গ্য খু’লে গেল মৎস্যজীবীদের!

এরই মধ্যে চ্যানেলে তরফ থেকে শেয়ার করা হয়েছে এটি নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে, ইন্দ্রানী হালদার পৌঁছে গেছেন জি বাংলার মানুষের ঘরে ঘরে। এই অনুষ্ঠানকে যেটা রোজগিরি গিন্নির মত হবে বলে মনে করছেন দর্শকরা। এই অনুষ্ঠানের হাত ধরে ইন্দ্রানী হালদার নিজেই পৌঁছে যাবেন মানুষের বাড়ি বাড়ি।

নতুন প্রমতে জানিয়ে দেওয়া হয়েছে, সোম থেকে শনিবার সম্প্রচার হবে এই রিয়ালিটি শো। কিন্তু এবার প্রশ্ন উঠেছে কখন দেখা যাবে এই অনুষ্ঠান। অনেকে মনে করছেন সুদিপার রান্নাঘর হয়তো আর দেখানো হবে না। দীর্ঘ ১৭ বছর ধরে চলা এই কুকিং সো এবার বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন দর্শকরা।

তবে এই নতুন অনুষ্ঠান যে নিঃসন্দেহে জনপ্রিয়তা লাভ করবে তা ইতিমধ্যে নিশ্চিত করছেন ইন্দ্রানী অনুরাগীরা। বাংলার ঘরে ঘরে একান্নবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে মজাদার খেলা এবং আড্ডা নিয়ে আসতে চলেছে ইন্দ্রানী। তবে রান্নাঘর নাকি দিদি নাম্বার ওয়ান কোন অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে চলেছে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের।