সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরে ৫ লক্ষ টা’কা পর্যন্ত ই’ন’কা’মে ক’র দি’তে হবে না! ব’ড় সি’দ্ধা’ন্ত নি’তে চলেছে কেন্দ্র

প্রতিটা দেশেই নাগরিকদের কর্তব্য সেই দেশের সরকারকে পর্যাপ্ত কর প্রদান করা। আর সেই মতোই আমাদের ভারতের নিয়ম অনুযায়ী প্রতিটা ব্যাক্তিই বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে ছাড় পেত। কিন্তু এই টাকার থেকে বেশি পরিমাণে ইনকাম হলেই কর দিতে হতো। তবে এই নিয়মের সম্প্রতি পরিবর্তন হয়েছে।

কর পদ্ধতিতে কর-ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াতে চলেছে কেন্দ্র। সাধারণ বার্ষিক আয় ২.৫ লাখ টাকা হলে সংশ্লিষ্ট করদাতা আয়কর বৃত্তের বাইরে থাকেন। এর ফলে করের ঊর্ধ্বসীমা বাড়ানো হলে করদাতাদের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে, যা তাঁরা সঞ্চয় করবেন বা খরচ করতে পারবেন অন্য দরকারেও।

আর সে সব কথা মাথায় রেখেই কেন্দ্র থেকে নতুন নিয়ম অনুযায়ী বার্ষিক আয় ৫ লক্ষ টাকা অবধি বাড়ানো হয়েছে। অর্থাৎ ৫ লক্ষ টাকা অবধি আয় কর দিতে হবে না বলে জানা যাচ্ছে। এছাড়াও প্রথাগতভাবে প্রাক-বাজেট বৈঠকের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ থাকে কর সংক্রান্ত বিষয়।

আরো খবর: ধনু সংক্রা’ন্তি’তে পুরীর জগন্নাথ মন্দিরে বি’লি করা হ’বে পাহাড়ি ভো’গ!

যা আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এবং নতুন কর কাঠামোয় কী ধরনের পরিবর্তন দরকার সেই নিয়েও আলোচনা হবে।যাতে কর কাঠামোর পরিসরে আরও বেশি সংখ্যক নাগরিককে আনা যায়, তা ভাবা হবে বা সেই অনুযায়ী পরিবর্তন করা হবে বলেই ভাবনা চিন্তা করা হচ্ছে।

মূলত কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা স্থির করেছেন তা যাতে সম্পূর্ণ হয় ঠিকঠাক সেটাই দেখা হবে বলে মনে করা যাচ্ছে। তাই করদাতাদের জন্য নিসন্দেহে একটি সুখবর এটি। আগের তুলনায় অনেক বেশি টাকা মানুষ সঞ্চয় করতে পারবে এতে অনেক উপকার হবে বলেই মনে করা হচ্ছে।