সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐন্দ্রিলাকে বাঁ’চা’তে কি কোনো সুপার পাওয়ারের উপর ভ’র’সা ছিল সব্যসাচীর?

সব্যসাচী চৌধুরী নাম টা এখন সকলের কাছেই বড্ড পরিচিত। বাংলা জনপ্রিয় ধারাবাহিক তারাপীঠ মহাপিঠ – এর সাধক বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী। তাঁর ওই একটা সিরিয়ালই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। সম্প্রতি তিনি নতুন ধারাবাহিকে কাজ করতে শুরু করেছেন। তাঁর রাম প্রসাদ চরিত্র সকলের মন ছুঁয়ে গেছে। কিন্তু কেন তিনি বার বার এমন মায়ের ভক্তের চরিত্রেই অভিনয় করছেন সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

তাঁর জীবনের খুব মারাত্মক ঘটনা ঘটার পর নিজের প্রিয়জনকে হারিয়ে সব্যসাচীর অবস্থা খুব মর্মাহত ছিল। নিজেকে সবার থেকে সরিয়ে নিয়েছিলেন সবার থেকে। ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে তিনি ধরা ছোঁয়ার বাইরে। সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। কিন্তু ঐন্দ্রিলা যতদিন ছিলেন তাঁর আগে প্রতি মুহূর্তে আপডেট দিয়েছিলেন কাছের মানুষকে নিয়ে। বলেছিলেন, “বড়মা রাখলে কারওর সাহস নেই প্রাণ কেড়ে নেওয়ার”। তখন থেকেই অনেকে আন্দাজ করেছিলেন সব্যর ঈশ্বর বিশ্বাসে।

তবে, বর্তমানে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ব্যক্তিগত স্তরে কোনও মূর্তিপূজায় তিনি বিশ্বাস করেন না। তবে লাল বস্ত্র যতক্ষণ পরিধান করে ছিলেন তারা মা ছাড়া আর কিছুই বুঝতেন না। তিনি ঈশ্বর মানেন তাই তো এমন চরিত্র গুলোয় এত ভক্তির সাথে পাঠ করতে পারেন। তবে ধর্মের নামে ভুল ভাল কাজ তিনি সমর্থন করেন না। তাই তো নিজের প্রিয়জনের আদ্যশ্রাদ্ধও করতে দেন নি সব্যসাচী।

আরো খবর: যা’রা অন্যের সংসার ভাঙেন, এমন ধা’ন্দা’বা’জ তারকাকে ঘৃ’ণা ক’রি: প্রীতি জিন্টা

অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, “আমি ঈশ্বরকে অস্বীকার করছি না। নিজের ব্যক্তিগত কঠিন সময়ে সকলেই তাঁর কাছে প্রার্থনা করেন। সেটা ঠিক ভুল বিচারের সময় না”। নানান মন্দিরে মসজিদে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছেন ভক্তরা। সেই আশীর্বাদী ফুল এবং প্রসাদ এনেছিলেন তাঁরা। কোনও সুপার পাওয়ারই অবিশ্বাস্য নয় সব্যসাচীর কাছে।

তবে সোশ্যাল মিডিয়ায় আজও একটিভ নেই সব্যসাচী। কেনো নেই শুধুই কি ঐন্দ্রিলার জন্য? তাঁকে জিজ্ঞেস করা হলে সে জানায়, ” কিছুটা হলেও তাই”। কারন ঐন্দ্রিলার স্মৃতি তাঁকে তাড়িয়ে বেড়ায় এই সোশ্যাল মিডিয়ায়। আর তাই তো সেসবের মধ্যে আর থাকতে চায়না সব্যসাচী এতে চুরমার হয়ে যাবে সে প্রতিবার। তাই এসব থেকে দূরে থেকেই নিজের কাজ টুকু করে যেতে চান তিনি।