সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছয় দ’ফা দাবি’তে রু’রা’ল ডি’এস’পি’কে স্মারক’লিপি দিল দার্জিলিং জেলা কংগ্রেসে’র মাইনোরেটি ডিপার্টমেন্ট

ছয় দফা দাবিতে রুরাল ডিএসপিকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কংগ্রেসের মাইনোরেটি ডিপার্টমেন্ট

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ভীমবারে ছয় দফা দাবি রুরাল ডিএসপিকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কংগ্রেসের মাইনোরেটি ডিপার্টমেন্ট। এদিন রুরাল ডিএসপিকে অচিন্ত্য গুপ্তের হাতে স্মারকলিপিটি তুলে দেন। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার,দার্জিলিং জেলা কংগ্রেস মাইনোরেটির চেয়ারম্যান আলি আকতার মৌসালাউদ্দিন আহমেদ,দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিয়ারি,খড়িবাড়ি ব্লকের সভাপতি আলোক কুমার রায় সহ কংগ্রেসের কর্মীরা।

এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার বলেন যে এদিন আমরা ছয়দফা দাবি নিয়ে রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্তকে স্মারকলিপি দিলাম। আমাদের দাবি গুলো হল খড়িবাড়ির এক মহিলা গ্রামের মহিলাদের প্রলভন দেখিয়ে তাদের কষ্টে অর্জিত টাকা আত্মসাত করছে। সেই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

দ্বিতীয় ক্ষতিপূরণ সহ ক্ষতিগ্রস্ত মহিলাদের টাকা ফেরত দিতে হবে। যারা অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যদের সাক্ষী হিসেবে ডেকে নিয়ে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন বা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা যাবে না সহ একাধিক দাবি। এর পাশাপাশি দার্জিলিং জেলা কংগ্রেস মাইনোরেটির চেয়ারম্যান আলি আকতার মৌসালাউদ্দিন আহমেদ বলেন যে ডিএসপি স্যার পুরো বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।