সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের ধামাকাদার প্র’ক’ল্প, টা’কা ইনভেস্ট করলেই লাখপতি

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে রয়েছে লাভজনক সুবিধা। এই বিভিন্ন স্কিমের আওতায় ৫ থেকে ১৫ বছর পর্যন্ত সময়ের মধ্যে বিনিয়োগ করলে ব্যাপক লাভ পাওয়া যায়। তবে সব থেকে বেশি লাভজনক হল পোস্ট অফিসের চারটি ডিপোজিট স্কিম, যেখানে টাকা রাখলে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোটিপতি হওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক পোস্ট অফিসের সেই চারটি প্রধান প্রধান স্কিম সম্পর্কে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (Public Provident Fund of PPF), রেকারিং ডিপোজিট (Recurring Deposit), ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) বা এনএসসি (NSC) ও টাইম ডিপোজিট স্কিম (Time Deposit Scheme)। যদি কিসান বিকাশপত্রে টাকা সুরক্ষিত রাখতে চান তাহলে সর্বনিম্ন ১,০০০ টাকা জমা রাখতে হবে। সর্বাধিক টাকা রাখার কোনও সীমাবদ্ধতা নেই।

পোস্ট অফিসের এই খাতে টাকা জমা রাখলে তার ওপর সুদের হার হবে ৬.৯০ শতাংশ। ম্যাচিউরিটির পর টাকা হয়ে যাবে দ্বিগুণ। ৮০ সির অন্তর্গত কর ছাড় পাওয়ারও সুবিধা আছে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নিরিখে একটি অত্যন্ত লাভজনক স্কিম। পাঁচ বছরের মেয়াদে এই স্কিমে টাকা রাখা যায়।

ন্যাশন্যাল সেভিংস স্কিমে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১০ বছর ৭ মাসে এই টাকা দ্বিগুণ হয়ে যায়। সঞ্চয় ক্ষেত্রে বিনিয়োগের জন্য ৫ বছরের লকইন পিরিয়ড থাকে অর্থাৎ পাঁচ বছরের পরই টাকা তোলা যায়। এই স্কিমে কমপক্ষে ১,০০০ টাকা বিনিয়োগ করতেই হবে। NSC প্রকল্পে নাবালকের নামে অ্যাকাউন্ট খোলা যায়। প্রয়োজনের তিনজনের নামেও জয়েন্ট একাউন্ট খোলা যায়।